বাংলাদেশের বসন্তবৌরী

বাংলাদেশে মোট পাঁচ প্রজাতির বসন্তবৌরি পাওয়া যায়

ছোট বসন্তবৌরি

Coppersmith Barbet

Psilopogon haemacephalus
আমাদের দেশের আবাসিক পাখি

বাংলাদেশের সবচেয়ে ছোট আকৃতির বসন্তবৌরি। গাড় সবুজ, হলুদ ও লাল রঙ এর মিশেলে এদের সৌন্দর্য মনমুগ্ধকর। সকল বসন্তের মত এরাও ফলভোজী। সারাদেশেই সকল পরিবেশে এদের পাওয়া যায়, শুধুমাত্র দরকার বাসা করার মত গাছ এবং খাবার মত ফলগাছ। শক্ত ঠোট থাকায় এরা নিজেরাই গাছে কোটর বানিয়ে বাসা করে। প্রথম ছবি তুলেছিলাম ঢাকার সাভার থেকে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে সহজে দেখা মেলে
ছোট বসন্ত, ঢাকা

পাখিটির ডাক শুনুন

Play
Pause

নীল-কান বসন্তবৌরি

Blue-eared Barbet

Psilopogon duvaucelii
আমাদের দেশের আবাসিক পাখি

আমাদের দেশের সিলেট ও চট্বগ্রাম বিভাগের বনাঞ্চলে এই প্রজাতির বসন্তবৌরির দেখা মেলে। এদের আকার নীলগলা বসন্তের চাইতে একটু ছোট, কানের কাছটায় নীল ছোপ রয়েছে তাই এমন নাম। এর প্রথম ছবি তুলেছিলাম মৌলভিবাজারের কুলাউড়া থেকে। 

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে মাঝেমাঝে দেখা মেলে
নীল-কান বসন্ত, মৌলভিবাজার

পাখিটির ডাক শুনুন

Play
Pause

বড় বসন্তবৌরি

Great Barbet

Psilopogon virens
আমাদের দেশের আবাসিক পাখি

আমাদের দেশে শুধুমাত্র চট্বগ্রাম বিভাগের উচু পাহাড়ি বনে বেশ বড় আকারের এই বসন্তকে দেখা যায়। অর্থাৎ একমাত্র প্রায় দুই হাজার ফুট উচ্চতায়। এদের একঘেয়ে কুও, কুও ডাক শোনা যায় সেসব এলাকায় গেলে। দেহের রঙ গাড় সবুজাভ, ঠোট গাড় হলুদ। এখনো এর দেখা পাইনি।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
দেশে এখনো দেখা পাইনি

ডোরা বসন্তবৌরি

Lineated Barbet

Psilopogon lineatus
আমাদের দেশের আবাসিক পাখি

আমাদের দেশের একেবারে সকল ধরণের পরিবেশে ও প্রতিবেশে দেখা যায় এই ধরণের বসন্তবৌরির। এমনকি ঢাকা শহরেও উদ্যানজাতীয় স্থানে এদের দেখা মেলে। আকারে বেশ বড়, দেহ টিয়েরং সবুজ এবং গলা বাদামী। এর প্রথম ছবি তুলেছিলাম ঢাকার সাভার থেকে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে সহজে দেখা মেলে
ডোরা বসন্ত, ঢাকা

পাখিটির ডাক শুনুন

Play
Pause

নীল-গলা বসন্তবৌরি

Blue-throated Barbet

Psilopogon asiaticus
আমাদের দেশের আবাসিক পাখি

বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আছে এই পাখিটি তবে ঢাকা শহরে এর উপস্থিতির কথা আমার জানা নেই। পদ্মা নদীর পশ্চিমে সকল এলাকায় বেশ সুলভ এই পাখিটি। আর দেশের পূর্বাঞ্চলের সকল পাহাড়ি এলাকায় সহ লোকালয়ে এদের দেখা পাওয়া যায়। গলার কাছটা গাড় নীল, দেহ সবুজ এবং মাথার উপরে লালচে, আকারে ডোরা বসন্তের চেয়ে সামান্য ছোট। এর প্রথম ছবি তুলেছিলাম সাতক্ষীরা থেকে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে সহজে দেখা মেলে
নীল-গলা বসন্ত, সাতক্ষীরা

পাখিটির ডাক শুনুন

Play
Pause

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top