ফ্রিগেটপাখি ও বুবি মিলিয়ে বাংলাদেশে তিন প্রজাতির দেখা মিলেছে
ছোট ফ্রিগেটপাখি
Lesser Frigatebird
Stercorarius pomarinus
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি
গভীর সমুদ্রের পাখি, ডানা ও লেজ বেশ লম্বা, লেজের মধ্যে চেরা রয়েছে। মাঝেমধ্যে স্থলভাগের কাছাকাছি চলে আসে। সুন্দরবনের উপকূল থেকে কয়েকবার দেখা মিলেছে গত মৌসুমে একবার সহ।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
মুখোশপরা বুবি
Masked Booby
Sula dactylatra
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি
গভীর সমুদ্রের এই পাখিটিকে সাধারনত আমাদের বঙ্গোপসাগরের সোয়াচ অফ নো গ্রাউন্ড এ গেলে দেখা পাওয়া যায়। এর চোখের আশেপাশে কালচে ছোপ রয়েছে যা দেখে মনেহয় মুখোশ পরা, সেজন্য এর এমন নাম।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
লাল-পা বুবি
Red-footed Booby
Sula sula
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি
২০২০ সালের জুলাই মাসে গভীর সমুদ্রে একটি সাইক্লোন এর পরপর একটি অপ্রাপ্তবয়স্ক পাখিকে কক্সবাজারের সৈকতে ক্লান্ত অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছিলো। পাখি-বিশেষজ্ঞগন ছবি পর্যালোচনা করে পাখিটিকে লাল-পা বুবি হবার পক্ষে মত দেন এবং পাখিটি বাংলাদেশের পাখির তালিকায় নতুন হিসেবে যোগ হয়। আমাদের দেশে এটিকে এই একবারই পাওয়া গেছে।