বাংলাদেশে দুই প্রজাতির মোটাঠুটির দেখা মেলে
লম্বা-লেজ মোটাঠুটি
Long-tailed Broadbill
Psarisomus dalhousiae
আমাদের দেশের আবাসিক পাখি
বাংলাদেশে শুধুমাত্র চট্বগ্রাম বিভাগের উচু পাহাড়ি বনে পাওয়া যায় অর্থাৎ দেড়-দুই হাজার ফুট উচু পাহাড়ি অঞ্চলের বনে। বেশ বিরল, এরা সাধারনত ঝাঁক বেঁধে থাকে বেশ কয়েকটি পাখি একসাথে। সবুজ দেহ, লম্বাটে লেজ আর মাথায় হেলমেটের মত কালো টুপি। দেখতে বড়ই সুন্দর। এর দেখা এখনো পাইনি।
বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
চাঁদি-বুক মোটাঠুটি
Silver-breasted Broadbill
Serilophus lunatus
আমাদের দেশের আবাসিক পাখি
এই প্রজাতির মোটাঠুটি কিছুটা সুলভ, একে আমাদের দেশের সিলেট ও চট্বগ্রাম বিভাগের পাহাড়ি বনাঞ্চলে একটু খুজলেই দেখা পাওয়া যায়। এছাড়া শেরপুরের গারো পাহাড়েও সম্প্রতি প্রথমবারের মত দেখা মিলেছে। দেহে বেশ কিছু উজ্জ্বল রঙ এর বাহার বিশিষ্ট এই পাখিটি অত্যন্ত সুন্দর। সাধারনত কয়েকটি পাখি একসাথে ঝাঁক বেঁধে থাকে। এর প্রথম দেখা পেয়েছিলাম মৌলভিবাজারের রাজকান্দি বন থেকে।