Black-headed Bulbul (Brachypodius melanocephalos) কালো-মাথা বুলবুল
বাংলাদেশের পুর্বাঞ্চলের বনগুলোতে বেশ সহজেই ছোট আকৃতির এই বুলবুলটিকে পাওয়া যায়। সারা গা হলুদ আর গলা-মাথা কালো, চোখ নীল। দেখতে খুবই সুন্দর, একসাথে বেশ কয়েকটি করে থাকে সাধারনত। সকল বুলবুলের মতই এর প্রধান খাবার ছোট বুন ফল ও ফুলের রেনু। এদের মধ্যে ধুসর বুক বিশিষ্ট একটি রূপ/প্লুমেজ দেখা যায়। প্রথম ছবি তুলেছিলাম হবিগঞ্জের সাতছড়ি থেকে।
Black-crested Bulbul (Rubigula flaviventris) কালো-ঝুটি বুলবুল
কালো-ঝুটি বিশিষ্ঠ হওয়ায় এদের এমন নাম। সাদা দেহ হলুদ, মাথা কালো এবং খাড়া ঝুঁটি রয়েছে, চোখ হলুদ। সিলেট ও চট্বগ্রাম বিভাগের বনের বাইরে এদেরকে গারো পাহাড়েও অল্প সংখ্যায় দেখা যায়। এদের প্রথম দেখেছিলাম রাঙামাটির সাজেক ভ্যালি থেকে।
Red-vented Bulbul (Pycnonotus cafer) বাংলা বুলবুল
বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যায় সারাদেশে পাওয়া যায় এই বুলবুলদের। ফুল ও ফলের বাইরে এরা মানুষের ফেলে দেয়া খাবারও খায় বলেই সম্ভবত এরা সারাদেশে টিকে থাকতে পারছে। আমাদের চারপাশে এদের সহজেই দেখতে পাই, এবং এদের সংখ্যাও শহর অঞ্চলে বেশ।
Red-whiskered Bulbul (Pycnonotus jocosus) সিপাহী বুলবুল
এই প্রজাতির বুলবুলটির বুকের দিকে সাদা, কানের পাশে সিপাহীদের মত একটি লাল পালক রয়েছে বলে এর এমন নাম। একেও সারাদেশে বনাঞ্চলগুলোতে পাওয়া যায় এছাড়া গ্রাম ও শহরাঞ্চলে ছোট ছোট পপুলেশান এর রয়েছে। প্রথম ছবি তুলেছিলাম জামালপুর জেলার গারো পাহাড় এলাকা থেকে।
Flavescent Bulbul (Pycnonotus flavescens) হলদেটে বুলবুল
বাংলাদেশের নয় প্রজাতির বুলবুলের মধ্যে এটিকেই একমাত্র অনেকদিন ধরে আর দেখা যায়নি। একে কয়েক দশক আগে বাংলাদেশের সিলেট বিভাগের কয়েকটি বনে দেখা গেছিলো বলে উল্লেখ পাওয়া যায়।
White-throated Bulbul (Alophoixus flaveolus) সাদা-গলা বুলবুলি
বাংলাদেশের সিলেট ও চট্বগ্রাম বিভাগের বনাঞ্চলের বেশ সুলভ বুলবুল হচ্ছে এটি। বেশ ডাকাডাকি করতে পছন্দ করে তাই ডাক শুনে সহজেই এর উপস্থিতি টের পাওয়া যায়। সারাদেহ হলুদ, গলা ও থুতনির কাছটা সাদা, মাথায় ঝুঁটি রয়েছে। এর প্রথম ছবি তুলেছিলাম সাতছড়ি জাতীয় উদ্যান থেকে।
Cachar Bulbul (Olive Bulbul) (Iole cacharensis) জলপাই বুলবুল
পুরাতন নাম ছিল অলিভ বুলবুল, পরে দুইভাগ হয়ে আমাদের দেশের অংশে পড়েছে কাচার বুলবুল, অলিভ চলে গেছে দক্ষীন-পূর্ব এশিয়ায়। আসামের কাচার জেলা ও তার আশেপাশের এলাকায় বনে পাওয়া যায় বলে হয়তো এর এমন নাম। ছোট আকারের জলপাই সবুজ রঙ এর এই বুলবুলকে দেশের সিলেট ও চট্বগ্রাম বিভাগের সকল বনে পাওয়া যায়।
Black Bulbul (Hypsipetes leucocephalus) কালো বুলবুল
সারাদেহ কালচে, ঠোট টকটকে লাল রঙ এর অপুর্ব সুন্দর এই বুলবুলিটিকে আমাদের দেশে শুধুমাত্র পার্বত্য চট্বগ্রামের উচু পাহাড়ি বনেই পাওয়া যায়। ধারনা করা হয় কমপক্ষে ১৫০০ ফুট উচ্চতার নিচে একে দেখা যায়না। এটির দেখা আমি এখনো পাইনি।
Ashy Bulbul (Hemixos flavala) মেটে বুলবুল
বুকের কাছটা ছাইরঙা এবং মাথা সবুজাভ এই বুলবুলটি অনিয়মিতভাবে সিলেট অঞ্চলের বনে আর নিয়মিত চট্বগ্রাম বিভাগের বিভিন্ন পাহাড়ি বনে দেখা মেলে। এছাড়া সম্পরতি শেরপুরের গারো পাহাড়েও দেখা গেছে। এর প্রথম দেখা পেয়েছিলাম চট্বগ্রামের হাজারিখিল বনে।