বাংলাদেশের ঝাড়ফুটকি ও অন্যান্য

এই পরিবারে বেশ কয়টি ঝাড়-ফুটকি সহ মোট দশ প্রজাতির পাখি দেখা গেছে এদেশে

বামন লেজকাটা টুনি

Asian Stubtail

Urosphena squameiceps
আমাদের দেশের শীতের পরিযায়ী

খুব ছোট আকারের লম্বা ভ্রু বিশিষ্ট আর ছোট লেজবিশিষ্ট এই পরিযায়ী পাখিটিকে আমাদের দেশে খুব কমই পাওয়া যায়। সাধারনত সিলেট বিভাগের কিছু যায়গায় দেখা যায়। দেখে মনেহয় একটি ওয়ার্বলার যেন মাটিতে দৌড়ে যাচ্ছে। এর প্রথম দেখা পেয়েছিলাম সাতছড়ি বন থেকে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
লেজকাটা টুনি, হবিগঞ্জ

মেটে-পেট টেসিয়া

Grey-bellied Tesia

Tesia cyaniventer
আমাদের দেশের শীতের পরিযায়ী

এই পাখিটিও আমাদের দেশে পরিযায়ী হয়ে আসে। ঝোপঝাড় এর নিচের অংশ দিয়ে উচ্চস্বরে ডাকতে ডাকতে খুব দ্রুত চলাচল করে, অন্ধকারে থাকে বেশি তাই ছবি তোলা খুব কঠিন। দেখতে খুব সুন্দর। এর প্রথম ছবি পেয়েছিলাম মৌলভিবাজারের কুলাউড়ায়, একে আমাদের দেশের সকল পাহাড়ি বনে দেখা যায় শীতকালে। এর দেহের উপরিভাগ সবুজাভ, পেটের দিকে বাদামী আর লেজ দেখা যায়না বললেই চলে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
মেটে-পেট টেসিয়া, মৌলভিবাজার

পাখিটির ডাক শুনুন

Play
Pause

ছাইরঙা-পেট টেসিয়া

Slaty-bellied Tesia

Tesia olivea
আমাদের দেশের শীতের পরিযায়ী

এই প্রজাতির টেসিয়াটি পরিযায়ী তবে আমাদের দেশে কয়েকদশক এর দেখা যায়নি। একে সর্বশেষ দেখা গেছিলো সিলেট বিভাগের এক বনে। এটির উপরিভাগ হলদে-সবুজাভ আর পেটের দিকটা ছাইরঙা ধুসর।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

খয়েরী-চুড়া ঝাড়-ফুটকি

Chestnut-crowned Bush Warbler
Cettia major
আমাদের দেশের শীতের পরিযায়ী

এই পাখিটি অত্যন্ত লাজুক এবং জলাশয়ের পাশের ঘন ঝোপ ও নলবনে বাস করে। আমাদের দেশের বিরল পরিযায়ী পাখি। একে দেশে যেকয়বার দেখা গেছে তা সিলেট বিভাগের হাওড় অঞ্চলে রিংগিং ক্যাম্প এ।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

মেটে-পাশ ঝাড়-ফুটকি

Grey-sided Bush-warbler

Cettia brunnifrons
আমাদের দেশের শীতের পরিযায়ী

এটিও আমাদের দেশের অত্যন্ত বিরল একটি পাখি। একে পাহাড়ি অঞ্চলের ঝোপঝাড়ে পাওয়া যায়, ছবি তোলা বেশ দূরহ। আমাদের দেশে ক্যেক দশক এর দেখা পাওয়া যায়নি তবে এদেশে দেখা গিয়েছে বলে উল্লেখ আছে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

খয়েরী-মাথা টেসিয়া

Chestnut-headed Tesia

Cettia castaneocoronata
আমাদের দেশের শীতের পরিযায়ী

এই প্রজাতির টেসিয়াটি অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল রঙের বাহার এর দেহে। চোখগুলো বেশ বড় বড়। বাংলাদেশের সিলেট বিভাগের এক বনে কয়েক দশক আগে এর দেখা পাওয়া গেছিলো।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

হলদে-পেট ফুটকি

Yellow-bellied Warbler

Abroscopus superciliaris
আমাদের দেশের আবাসিক পাখি

আমাদের দেশের আবাসিক এই ফুটকিটিকে সাধারনত টেসিয়া ও ছোট ছাতারেদের সাথে বেড়াতে দেখা যায়। উপরিভাগ ছাইরঙা সবুজ আর পেট গাড় হলুদ, গলার কাছটা সাদা। এই পাখিটিকে প্রথম দেখেছিলাম মৌলভিবাজারের কুলাউড়ায়।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে মাঝেমাঝে দেখা মেলে
হলদে-পেট ফুটকি, মৌলভিবাজার

পাহাড়ি টুনটুনি

Mountain Tailorbird

Phyllergates cucullatus
আমাদের দেশের শীতের পরিযায়ী

খুব রংচড়ে এই টুনটুনি পাখিটি সাধারন টুনটুনিদের মত নয় তাই এর বর্ননা এই পেজে। সাধারনত একে উচু পাহাড়ি বনে পাওয়া যায়, বাংলাদেশে কয়েক দশক আগে এর দেখা পাওয়া গেছিলো বলে জানা যায়।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

বাদামী-পাশ ঝাড় ফুটকি

Brownish‑flanked Bush-warbler

Horornis fortipes
আমাদের দেশের শীতের পরিযায়ী

এটিও একটি পাহাড়ি অঞ্চলের বনের ঝাড়-ফুটকি, সাধারনত একে আমাদের দেশের উত্তরে আসাম ও মেঘালয়ে পাওয়া যায়। তবে আমাদের দেশেও পাওয়া গিয়েছিলো বলে উল্লেখ রয়েছে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

এবারেন্ট ঝাড় ফুটকি

Aberrant Bush Warbler

Horornis flavolivaceus
আমাদের দেশের শীতের পরিযায়ী

এটিও আমাদের দেশের বিরল পরিযায়ী একটি ঝাড় ফুটকি। পাহাড়ের পাদদেশে ঝোপ-ঝাড়ে থাকে। দেশে যেকয়বার একে পাওয়া গেছে তা সাধারনত সিলেট বিভাগের হাওড় অঞ্চলের রিংগিং ক্যাম্পে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top