বাংলাদেশের ঝাড়ফুটকি ও অন্যান্য

এই পরিবারে বেশ কয়টি ঝাড়-ফুটকি সহ মোট দশ প্রজাতির পাখি দেখা গেছে এদেশে

বামন লেজকাটা টুনি

Asian Stubtail

Urosphena squameiceps
আমাদের দেশের শীতের পরিযায়ী

খুব ছোট আকারের লম্বা ভ্রু বিশিষ্ট আর ছোট লেজবিশিষ্ট এই পরিযায়ী পাখিটিকে আমাদের দেশে খুব কমই পাওয়া যায়। সাধারনত সিলেট বিভাগের কিছু যায়গায় দেখা যায়। দেখে মনেহয় একটি ওয়ার্বলার যেন মাটিতে দৌড়ে যাচ্ছে। এর প্রথম দেখা পেয়েছিলাম সাতছড়ি বন থেকে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
লেজকাটা টুনি, হবিগঞ্জ

মেটে-পেট টেসিয়া

Grey-bellied Tesia

Tesia cyaniventer
আমাদের দেশের শীতের পরিযায়ী

এই পাখিটিও আমাদের দেশে পরিযায়ী হয়ে আসে। ঝোপঝাড় এর নিচের অংশ দিয়ে উচ্চস্বরে ডাকতে ডাকতে খুব দ্রুত চলাচল করে, অন্ধকারে থাকে বেশি তাই ছবি তোলা খুব কঠিন। দেখতে খুব সুন্দর। এর প্রথম ছবি পেয়েছিলাম মৌলভিবাজারের কুলাউড়ায়, একে আমাদের দেশের সকল পাহাড়ি বনে দেখা যায় শীতকালে। এর দেহের উপরিভাগ সবুজাভ, পেটের দিকে বাদামী আর লেজ দেখা যায়না বললেই চলে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
মেটে-পেট টেসিয়া, মৌলভিবাজার

পাখিটির ডাক শুনুন