Grey-headed Canary-Flycatcher (Culicicapa ceylonensis) মেটে-মাথা ছোট চুটকি
ছোট আকৃতির খুব সুন্দর এই চুটকি জাতীয় পাখিটিকে প্রায় সারাদেশেই দেখা যায়, বিশেষ করে বড় গাছ বিশিষ্ট উদ্যান জাতীয় এলাকায়। ঢাকা শহরেই কয়েক যায়গায় এদের নিয়মিত পাওয়া যায়। এছাড়া সারাদেশের সকল বনেই শীতে এদের দেখা মেলে। এদের চোখদুটো বেশ বড় বড়, দেহ সবুজে-হলুদ আর মাথা ছাইরঙা। প্রথম ছবি তুলেছিলাম শেরপুরের গারো পাহাড় থেকে।