বাংলাদেশের সারস

বাংলাদেশে মোট তিন প্রজাতির সারসের দেখা মিলেছে

সারস

Sarus Crane

Antigone antigone
আমাদের দেশের শীতের পরিযায়ী

আমাদের দেশে প্রায় অর্ধশতাব্দি ধরে এর দেখা নেই তবে আগে আমাদের দেশের বিভিন্ন এলাকায় বড় হাওড় ও নদীর চরাঞ্চলে এদের নিয়মিত আগমন ঘটতো বলে জানা যায়।

বিশ্বে সংকটাপন্ন
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

কুমারী সারস

Demoiselle Crane

Anthropoides virgo
আমাদের দেশের শীতের পরিযায়ী

এটিও বাংলাদেশের অত্যন্ত বিরল পরিযায়ী। বেশ কয়েকবছর আগে নেত্রকোনার দিকে একটি পাখি শিকার করা হয়েছিলো বলে দাবির কথা জানা যায়, তবে ছবি থেকে পরিস্কারভাবে বোঝা যায়না। এটিই এর সর্বশেষ সংবাদ। এছাড়া বহু বছর ধরে এই সারসও আমাদের দেশে আর আসেনা, এরা ভারতের উত্তর-পশ্চিমাংশে বিস্তীর্ন জলাভূমি জাতীয় যায়গা রয়েছে সেখানে প্রচুর সংখ্যায় আসে, তার কিছু মাঝে মধ্যে আমাদের দেশের আশেপাশে চলে আসে, আমাদের দেশেও হয়তো আবারও পাওয়া যাবে।

বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

পাতি সারস

Common Crane

Grus grus
আমাদের দেশের শীতের পরিযায়ী

২০১৯ সালে রাঙা মানিকজড়ের একটি ঝাঁকে এই প্রজাতির সারস পাখিকে রাজশাহীর পদ্মায় দেখা গিয়েছিলো। কয়েকদিন পরে বেশ কয়েকটি পাখিকে একত্রে চরে নামতেও দেখা গেছিলো। এছাড়া সম্প্রতি ঢাকার মানিকগঞ্জ থেকে দুটি পাখিকে উড়ে যাওয়া অবস্থায় ছবি তুলেছেন একজন। আমাদের দেশের পূর্বে আসামের কিছু স্থানে এরা পরিযায়ন করে, ধারনা করা যায় এরা আমাদের দেশের উপর দিয়েই তখন পরিযায়ন করে এবং হয়তো বিশ্রামের জন্য আমাদের দেশের জলাশয়ে নামেও। এখনো এর দেখা পাইনি।

বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top