বাংলাদেশের কাপউইং

Pygmy Cupwing (Pnoepyga pusilla) বামন খাটোডানা ছাতারেঃ

খুব লাজুক স্বভাবের আর অন্ধকার ভেজা জঙলের তলা পছন্দ করা এই পরিযায়ী ছাতারেটি আমাদের দেশের সিলেট ও চট্বগ্রামের বনাঞ্চলে পাওয়া যায়। সম্প্রতি গারো পাহাড়েও পাওয়া গেছে। এর ছবি দেখা পাওয়া কঠিন, ছবি তোলা আরও কঠিন কারন আকারে ছোট আর খুব ঘন ঝোপের মধ্যে খুব অন্ধকারে বিচরন করে। এর ডানা বেশ খাটো ও গোলাকার, উচু করলে কাপ এর মত মনেহয় তাই এর এমন নাম। এর আরেকটি নাম হচ্ছে Pygmy Wren babbler। এখনো এর দেখা পাইনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top