- White-bellied Erpornis (Erpornis zantholeuca) ধলাপেট উহিনাঃ মাথায় ঝুঁটি, দেহের উপরিভাগ সবুজাভ এবং গলা-পেট সাদা রঙ এর এই অনিন্দ্য সুন্দর পাখিটিকে আমাদের দেশের সিলেট ও চট্বগ্রাম বিভাগের পাহাড়ি বনাঞ্চলে দেখা যায়। এর আগের নাম ছিলো White-bellied Yuhina তবে বর্তমানে নাম পাল্টেছে, আলাদা গ্রুপে ঢুকেছে। এর প্রথম ছবি পেয়েছিলাম মৌলভিবাজারের রাজকান্দি বনে।