এই পরিবারে আমাদের দেশে একটিই পাখি রয়েছে
এশীয় নীলপরী
Asian Fairy-bluebird
Irena puella
আমাদের দেশের আবাসিক পাখি
বাংলাদেশে এই পরিবারে একটিই পাখি পাওয়া যায়। দেখা পাওয়া যায় সাধারনত সিলেট ও চট্বগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনাঞ্চলে। এরা মূলত ফলভোজী, তাই ফলের মৌসুমে সেসব বনে ফল ও ফুলের গাছে একে প্রায়শই দেখা মেলে। পুরুষ ও স্ত্রী পাখি দুজনেরই মূল রঙ নীল, তবে পুরুষটির ডানা অত্যন্ত চমৎকার নীল রঙ এর হয়, সাথে মাথা, বুক ও ডানার কালো অংশ একে পরীর মতই সুন্দর করে তোলে, চোখগুলো গাড় লাল। স্ত্রী পাখির নীল রঙ একটু কম উজ্জ্বল হয়। এদের গানের গলাও অসাধারন, অত্যন্ত শ্রুতিমধুর। আমি এর দেখা পেয়েছিলাম মৌলভিবাজারের এক সংরক্ষিত বনে। ভালো ছবি পাইনি।
বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে মাঝেমাঝে দেখা মেলে
পাখিটির ডাক শুনুন
Play
Pause