বাংলাদেশের বাজপাখি বা শাহীন

বাংলাদেশে মোট দশ প্রজাতির শাহীন বাজ দেখা গেছে

ইউরেশীয় কেস্ট্রেল

Eurasian Kestrel

Falco tinnunculus
আমাদের দেশের শীতের পরিযায়ী

বাংলাদেশের সুলভ পরিযায়ী বাজপাখি। প্রায় সারাদেশেই খোলা প্রান্তর এ দেখা মেলে। সাধারনত ছোট পাখি, স্তন্যপায়ী ও সরিসৃপ শিকার করে খায়। দেহের উপরিভাগে ছোট ছোট ফোঁটা রয়েছে, চোখের নিচে কান্নার মত কালো দাহ থাকে, পায়ের নখের রঙ কালো। এদের প্রথম ছবি তুলেছিলাম ঢাকার কাছে বসিলা এলাকা থেকে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে মাঝেমাঝে দেখা মেলে
ইউরেশীয় কেস্ট্রেল, চাপাই নবাবগঞ্জ

ছোট কেস্ট্রেল

Lesser Kestrel

Falco naumanni
আমাদের দেশের পান্থ পরিযায়ী

বাংলাদেশের অত্যন্ত বিরল পান্থ পরিযায়ী বাজ হচ্ছে এই পাখিটি। সম্ভবত আমাদের দেশের পূর্বাঞ্চলের উপর দিয়ে পরিযায়ন করে, সেইসময় প্রায় এক দশক আগে সিলেট ও চট্বগ্রাম বিভাগ থেকে এদের ছবি তুলেছেন দেশের কয়েকজন। এছাড়া সম্প্রতি এর দেখা পাওয়া যাবার কোন খবর জানা নেই।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
দেখা পাইনি

তুরমতি বাজ

Red-necked Falcon

Falco chicquera
আমাদের দেশের আবাসিক পাখি

আমাদের দেশের আবাসিক ফ্যালকন বা বাজপাখি এটি। এর আরেক নাম লাল-ঘাড় শাহীন। ঢাকা শহর সহ দেশের প্রায় সকল অঞ্চলেই কচিত-কদাচিৎ এর দেখা মেলে একটি বা জোড়ায়। এরা ছোট চড়ুই/মুনিয়া/শালিক জাতীয় পাখি শিকার করে খায়। উচু দালানের কার্নিশ, বিলবোর্ড এবং উচু গাছে এরা বাসা করে ও বাচ্চা তোলে। ঢাকা শহরের আকাশে এদের শিকার করতে দেখা যায় প্রায়ই, এছাড়া অন্যান্য অঞ্চলে খোলা প্রান্তরে শিকার করে। প্রথম ছবি তুলেছিলাম ঢাকায় নিজের বাসার ছাদ থেকে।

বিশ্বে প্রায়-বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
তুরমতি বাজ, ঢাকা

আমুর শাহীন

Amur Falcon

Falco amurensis
আমাদের দেশের পান্থ পরিযায়ী

আমাদের দেশের পান্থ পরিযায়ী বাজপাখি এটি। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে আলাদা, ডানার প্রান্ত ধরে কালচে হয় এদের, পুচ্ছদেশ এলাকা কমলাটে। এরা আফ্রিকা থেকে সাইবেরিয়া/আমুর এলাকা বছরে দুবার যাওয়া আসা করে তখন দেশের অনেক এলাকা থেকে এদেরকে পরিযায়ন করতে দেখা যায়, মাঝেমধ্যে নিচে নেমে আসে খাবার বা বিশ্রামের জন্য। মাঝেমধ্যে ঝাঁকে ঝাঁকে দেখা মেলে, এমনকি বহু হাজার হাজারও দেখা গিয়েছে। এদের প্রথম ছবি তুলেছিলাম খুলনা থেকে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে মাঝেমাঝে দেখা মেলে
আমুর শাহীন, খুলনা

মার্লিন বাজ

Merlin

Falco columbarius
আমাদের দেশের শীতের পরিযায়ী

বেশ ছোট আকৃতির েই পরিযায়ী বাজ আসে ইউরোপের দিক থেকে। প্রায় দুই দশক আগে উপকূলীয় অঞ্চলে জলচর পাখিশুমারির সময় একটি পাখিকে পাওয়া গেছিলো, আমাদের দেশে সেটিই এর সর্বশেষ সাইটিং।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
দেখা পাইনি

ইউরেশীয় টিকা-শাহীন

Eurasian Hobby

Falco subbuteo
আমাদের দেশের শীতের পরিযায়ী

আমাদের দেশের আরেকটি পরিযায়ী শাহীন এটি। সারাদেশের বিভিন্ন স্থানেই একদুইটি করে এদের দেখা যেতে পারে শীতকালে। এদের আমুর শাহীনের সাথে সাদৃশ্যপুর্ন মনে হয়। তবে উড়ন্ত অবস্থায় এদের ডানার প্রান্তে কালচে রঙ দেখা যায়না। এর প্রথম ছবি তুলেছিলাম রাঙামাটির সাজেক ভ্যালি থেকে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
ইউরেশীয় টিকা-শাহীন, রাঙামাটি

উদয়ী টিকা-শাহীন

Oriental Hobby

Falco severus
আমাদের দেশের আবাসিক পাখি

এটি আমাদের দেশের অত্যন্ত বিরল এবং আবাসিক টিকা-শাহীন। বান্দরবনের উচু পাহাড়ি বনে এদের প্রজননের প্রমাণ পাওয়া গেছে। এদের দেহের উপরিভাগ গাড় খয়েরী এবং মাথায় কালো হেলমেটের মত রয়েছে। বুকে ছোপ ছোপ অনুপস্থিত। এখনো এর দেখা পাইনি।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
দেখা পাইনি

সাকের শাহীন

Saker Falcon

Falco cherrug
আমাদের দেশের শীতের পরিযায়ী

অত্যন্ত বিরল এই প্রজাতির শাহীন বাংলাদেশে বেশ কয়েক দশক ধরে দেখা পাওয়া যায়নি। সর্বশেষ দেখা গিয়েছিলো মধুপুর অঞ্চলে।

বিশ্বে বিপন্ন
এদেশে খুব কম দেখা মেলে
দেখা পাইনি

লাজ্ঞর শাহীন

Laggar Falcon

Falco jugger
আমাদের দেশের শীতের পরিযায়ী

আকারে পেরেগ্রিনের চেয়ে বড় এই প্রজাতির শাহীন আমাদের দেশের বিরল এক পরিযায়ী শিকারী পাখি। ফরীদপুর অঞ্চলের পদ্মার চরাঞ্চলে এদের দেখা যেত, এছাড়া বরিশালের উপকূলে মেঘনার মোহনায় দেখা গিয়েছিলো, ঢাকার সাভারেও দেখা পাওয়ার দাবি রয়েছে। এক দশক এর মত এর দেখা পাওয়া যায়নি আমাদের দেশে।

বিশ্বে প্রায়-বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
দেখা পাইনি

বহেরী বাজ/পেরেগ্রিন শাহীন

Peregrine Falcon

Falco peregrinus
আমাদের দেশের শীতের পরিযায়ী

পৃথিবীর দ্রুততম প্রাণী হিসেবে খ্যাতি এই শিকারী পাখিটির। এরা উড়ন্ত অবস্থায় শিকার লক্ষ্য করে ডাইভ দেয়ার সময় প্রায় ৩৯০কিমি/ঘন্টা গতিবেগ তুলতে সক্ষম। কবুতর ও বুনোহাঁস সহ ছোট পাখি এদের প্রিয় শিকার। আমাদের দেশের সকল অঞ্চলেই এদের দেখা পাওয়া যায়, তবে বেশি দেখা যায় শহর অঞ্চলে কারন সেখানে কবুতর সহজলভ্য, আর নদীর চরাঞ্চলে কারন সেখানে পরিযায়ী হাঁস ও সৈকতের পাখি সহজলভ্য। আমাদের দেশে এদের কয়েকটি উপপ্রজাতি দেখা যায়, তার মধ্যে ssp Calidus সবচেয়ে বেশি। প্রথম ছবি তুলেছিলাম ঢাকার কাছে কেরানীগঞ্জ থেকে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে মাঝেমাঝে দেখা মেলে

* এর একটি উপ-প্রজাতি হল Falco p. peregrinator যা উপমহাদেশের আবাসিক পাখি। উদয়ী টিকাশাহীনের মতই দেখতে তবে বুকে ছোট দাগ রয়েছে।

বহেরী বাজ, রাজশাহী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top