বাংলাদেশে একটিমাত্র প্রজাতির প্যারাপাখি পাওয়া যায়
কালোমুখ প্যারাপাখি
Masked Finfoot
Heliopais personatus
আমাদের দেশের আবাসিক পাখি
এই পরিবারের মাত্র একটি প্রজাতির পাখি আমাদের দেশে পাওয়া যায়। একমাত্র সুন্দরবনে তাও, এবং সুন্দরবনের পূর্ব পাশের এলাকায়। পশ্চিম সুন্দরবনে অনেকদিন এর উপস্থিতির কথা জানা যায়নি। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে সামান্য আলাদা। দেখে মনেহবে কোন প্রজাতির হাঁস সম্ভবত তবে আসলে এরা হাঁস নয়। স্থানীয় লোকজন এদেরকে সুন্দরী হাঁস নামেও ডাকে। গাছের ডাল বেয়ে উঠে বাসা করে, নদীর কাদাযুক্ত পাড় বেয়ে খাবার খুজে বেড়ায় শ্বাসমূলের ভেতরে, মাঝেমধ্যে পানিতেও নেমে আসে। বাংলাদেশের সুন্দরবনেই এর সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে তবে দুঃখজনক হল এর সংখ্যা দ্রুত কমছে। শিকার করা, ডিম চুরি করা, বনের ধারে পেতে রাখা মাছ ধরার কারেন্ট জালে আটকা পড়ে কিংবা বিষপ্রয়োগের ফলে এর সংখ্যা দ্রুত কমে আসছে। এশিয়ায় আর যে কয়যায়গায় এর দেখা পাওয়া যায় সেসব যায়গায়ও এর অবস্থা বেশি ভালো নেই। তার উপর এর সম্পর্কে এখনো অনেক তথ্য অজানা, তাই একে বলা যায় সুন্দরবনে বাস করা বাঘের চেয়ে বেশি রহস্যময় একটি প্রাণী।