বাংলাদেশে দু-প্রজাতির ডাহর পাওয়া যেত একসময়
বাংলা ডাহর
Bengal Florican
Houbaropsis bengalensis
আমাদের দেশে আর পাওয়া যায় না
বুস্টার্ড জাতীয় পাখি এই বাংলা ডাহর। এর আরেক নাম তাই Bengal Bustard. একে বাংলাদেশের যমুনা নদীর অববাহিকায় চরাঞ্চলে দেখা পাওয়া যেত একসময় তবে অত্যধিক শিকারের কারনে বর্তমানে বাংলাদেশ থেকে বিলুপ্ত।
বিশ্বে মহাবিপন্ন
এদেশে ইতোমধ্যে বিলুপ্ত
ছোট ডাহর
Lesser Florican
Sypheotides indicus
আমাদের দেশে আর পাওয়া যায় না
আকারে আরেকটু ছোট আকৃতির এই ডাহরও বর্তমানে বাংলাদেশ থেকে বিলুপ্ত। বাংলাদেশের পাখির তালিকায় একে স্থান দেয়া হয়েছে, সর্বশেষ দেখা গেছিলো প্রায় অর্ধশতাব্দী আগে।