বাংলাদেশে ডুবুরী জাতীয় পাখির চারটি প্রজাতি পাওয়া গেছে এপর্যন্ত
ছোট ডুবুরী
Little Grebe
Tachybaptus ruficollis
আমাদের দেশের আবাসিক পাখি
এই পাখিটি আমাদের দেশের আবাসিক পাখি তবে শীতকালে এক এলাকা থেকে অন্য এলাকায় স্থান পরিবর্তন করতে পারে। আমাদের দেশের হাওড় এলাকায় ঝাঁক বাধা অবস্থায় দেখা মেলে তবে সাধারনত শীতে সারাদেশের বিভিন্ন জলাশয়ে কয়েকটি করে দেখা যায়। এরা পানির উপর দিয়ে প্রায় দৌড়ে খুব দ্রুত অনেক দূরে চলে যেতে পারে, একটি আরেকটিকে তাড়া করে। এর প্রথম ছবি তুলেছিলাম ঢাকার সাভার থেকে।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে সহজে দেখা মেলে
পাখিটির ডাক শুনুন
লাল-ঘাড় ডুবুরী
Red-necked grebe
Podiceps grisegena
আমাদের দেশের শীতের পরিযায়ী
বাংলাদেশের বিরল পরিযায়ী ডুবুরী এটি। বেশ কয়েক দশক হল এর দেখা পাওয়া যায়নি। বড় নদীতে এরা পরিযায়ন করে আসতে পারে।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
বড় খোঁপা ডুবুরী
Great Crested Grebe
Podiceps cristatus
আমাদের দেশের শীতের পরিযায়ী
পরিযায়ী এবং বড় আকৃতির এই ডূবুরী আমাদের দেশের সকল অঞ্চলে বড় নদী ও হ্রদ এ এদের দেখা যায়। আমাদের দেশের বড় নদী ছাড়াও কাপ্তাই হ্রদ, সিলেট অঞ্চলের হাওড় এমনকি কক্সবাজারের সাগরেও এদের উপস্থিতি রয়েছে। প্রজননকালীন সময়ে এদের মাথায় কিছু অতিরিক্ত পালক গজায় এবং তা কমলাটে রঙ ধারন করে, দেখতে খোঁপা বাঁ ঝুঁটির মত দেখায়। এদের প্রজনন নৃত্য খুব সুন্দর, ভাগ্যে থাকলে মার্চ মাসের দিকে আমাদের দেশে বসে দেখা যেতে পারে। এর প্রথম দেখা পেয়েছিলাম রাজশাহী থেকে। সাধারনত বেশ কয়েকটি একসাথে থাকে।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে মাঝেমাঝে দেখা মেলে
কালো-ঘাড় ডুবুরী
Black-necked Grebe
Podiceps nigricollis
আমাদের দেশের শীতের পরিযায়ী
ঘাড়ের কাছটা কালো, চোখ টকটকে লাল রঙ এর এবং আকারে ছোট ডুবুরীর চেয়ে সামান্য বড় এই পাখিটি আমাদের দেশের পরিযায়ী ডুবুরী। সাধারনত পদ্মা নদীর অববাহিকায় শীতকালে কদাচিৎ এদের দেখা মেলে। আমি এখনো এর দেখা পাইনি।