বাংলাদেশের ভূচর ছাতারে ও অন্যান্য

White-hooded Babbler (Gampsorhynchus rufulus) সাদা-চুড়া ছাতারে

এই ছাতারেটি বাংলাদেশের চট্বগ্রাম বিভাগের অল্প কিছু যায়গায় উচু পাহাড়ি বনে পাওয়া যায়। খুব লাজুক এবং দুর্লভ।

এখনো দেখা পাইনি।

Swamp Grass-babbler (Prinia) (Laticilla cinerascens) বাদা ঘাস-ছাতারে

সমুদ্র=পৃষ্ঠ থেকে বেশ উচুতে হাওড় ও বিশেষ করে ব্রহ্মপুত্রের উজানে একে পাওয়া যায় বলে জানা গেছে। সিলেটের হাওড় এলাকায় পুরাতন কিছু সাইটিং আছে। কয়েক দশক ধরে একে দেখা যায়নি এদেশে।

এখনো দেখা পাইনি।

Puff-throated Babbler (Pellorneum ruficeps) ফোলা-গলা ছাতারে

বাংলাদেশের উত্তর ও পুর্বাংশের গ্রামীন বন ও পাহাড়ি বনের সুলভ ছাতারে এই পাখিটি। যেখানে একে পাওয়া যায় সেখানে এর মনোমুগ্ধকর গান আপনার কানে বাজবেই বাজবে। সাধারনত কয়েকটি থাকে একসাথে। মাটি কামড়ে শুকনা পাতার নিচে খাবার খুজে বেড়ায়, গায়ের রঙ এর কারনে এদের স্পট করা কঠিনই। এর গান শুনে প্রথম প্রেমে পড়েছিলাম শেরপুরের গারো পাহাড়ে। এর পরে বেশ কয়েক বনে এর দেখা পেয়ে আনন্দিত হয়েছি।

এখনো দেখা পাইনি।

Marsh Babbler (Pellorneum palustre) বিল ছাতারে

এরা বাংলাদেশের আরেক বিরল ছাতারে। ঘন নলবনের মধ্যে বাস করে, খুবই ভীতু, বাইরে কমই আসে। এদের ডাক বা গান জানা থাকলে সেটা শুনে এর উপস্থিতি টের পাওয়া যায়। আর ছবি তুলতে হলে লম্বা সময় দেয়া লাগবে। বাংলাদেশের উত্তর-পুর্বের হাওড় অঞ্চলে এর পুরাতন রেকর্ড আছে, কয়েক দশকে আর পাওয়া যায়নি।

এখনো দেখা পাইনি।

Spot-throated Babbler (Pellorneum albiventre) ছিটে-গলা ছাতারে

ছোট আকৃতির খুব লাজুক এই ছাতারেকে কয়েক দশক আগে একবারই দেখা গিয়েছিলো।

এখনো দেখা পাইনি।

Buff-breasted Babbler (Pellorneum tickelli) মেটে-বুক ছাতারে

খুব লাজুক আর অন্ধকার বনের ঝোপঝাড় এ বাস করা এই বিরল ছাতারেটিকে দেশের সিলেট ও চট্বগ্রাম বিভাগের বনগুলোতে অনিয়মিতভাবে পাওয়া যায়। এর ডাক শোনা সহজতর এর দেখা পাওয়ার চেয়ে। চট্বগ্রামের হাজারিখিল বনে এর দেখা পেয়েছি।

এখনো দেখা পাইনি।

Abbott's Babbler (Malacocincla abbotti) এবটের ছাতারে

এই ছাতারেটিও গান গাওয়ায় বেশ পটু। একে সারাদেশের বনগুলোতে সহজেই পাওয়া যায়। এছাড়া খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের গ্রামীন বনেও এর দেখা মেলে। এদের গানের গলাও বেশ, সকালে ও সন্ধ্যায় খুব সুন্দর করে গান গায়। সাধারনত কয়েকটি একসাথে থাকে।

এখনো দেখা পাইনি।

Streaked Wren-Babbler (Gypsophila brevicaudata) ডোরা রেন-ছাতারে

খুব ছোট এবং খাটো লেজবিশিষ্ঠ এই ছাতারেটিকে প্রথম কাপ্তাই এর বনে এবং পরে বান্দরবনের উচু পাহাড়ি বনে পাওয়া গেছিলো। সাম্প্রতিক ইতিহাসে এই দুবারই একে এদেশে দেখা গেছে।

এখনো দেখা পাইনি।

Indian Grass-babbler/Rufous‑rumped Grassbird (Graminicola bengalensis) দেশী ঘাস-ছাতারে/ লাল-কোমর ঘাসপাখি

একে ঘাসপাখি ডাকা হলেও এ আসলে একধরনের ছাতারে। বাংলাদেশের সিলেট বিভাগের হাওড় অঞ্চলে ঘন নলবনে একে দেখা যেত নিয়মিত কয়েক দশক আগেও। অথচ এখন এরা সেখান থেকে হারিয়ে গেছে, কয়েক দশক আর এদের দেখা পাওয়া যায়নি। তবে ধারনা করা হয় এখনো পাওয়া যায়, এছাড়া উত্তরবঙ্গের তিস্তা ও ব্রহ্মপুত্রের অববাহিকায় এদের উপস্থিতি থাকতে পারে।

এখনো দেখা পাইনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top