বাংলাদেশের ধনেশ পাখি

বাংলাদেশে চার প্রজাতির ধনেশ পাখি পাওয়া যায়

রাজধনেশ

Great Hornbill

Buceros bicornis
আমাদের দেশের আবাসিক পাখি

বাংলাদেশে পাওয়া ধনেশদের মধ্যে সবচেয়ে বড় আকৃতির, বিশ্বেও সবচেয়ে বড় বৈকি। এজন্যই এমন নাম। এশিয়ার বিস্তীর্ন অঞ্চল জুড়ে পাওয়া যায়, তবে এদের বসবাসের জন্য অপেক্ষাকৃত নরম কান্ডবিশিষ্ঠ খুব বড় বড় বৃক্ষের প্রয়োজন। এছাড়া সারাবছর এই বড় আকারের পাখির খাবার যোগান দেয়ার জন্য চাই ফলজ গাছের সমাহার। এরা বিভিন্ন বুন ফলের সাথে অন্য পাখির বাচ্চা এবং বাদুড় ভক্ষণ করে থাকে। বাংলাদেশে সিলেট অঞ্চলে একদুটি পুরাতন রেকর্ড থাকলেও এরা বর্তমানে শুধুমাত্র বান্দরবন ও রাঙামাটি জেলার গহীন বনে অল্প সংখ্যায় টিকে রয়েছে। এদের বাহারী ঠোটের ট্রফি ও আমিষের জন্য এর গোশত সংগ্রহে সেখানের বাসিন্দারা প্রায়ই একে হত্যা করে থাকেন যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া এর বসবাসের উপযোগী বড় গাছগুলো, বিশেষ চাম্বুল গাছ কেটে ফেলা হচ্ছে এতেও এদের প্রজনন বাধাগ্রস্থ হচ্ছে। সুখের কথা হল আমাদের দেশের নির্দিষ্ট কিছু যায়গায় এরা এখনো আছে। ট্রফি কেউ না কিনলে আর আদিবাসী শিকারীদের এই পাখি শিকার না করতে বোঝানো গেলে আশা করি এরা টিকে যাবে। আর এদের বাসা বানানোর উপযোগী গাছগুলো কাটা যাবেনা। এখনো এর দেখা পাইনি।

বিশ্বে সংকটাপন্ন
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

পুটিয়াল ধনেশ

Indian Grey Hornbill

Ocyceros birostris
আমাদের দেশের শীতের পরিযায়ী

ভারতের বড় অঞ্চলজুড়ে এই ধনেশদের খুব সহজেই লোকালয়ের আশেপাশেই দেখা যায়। এদের বিস্তৃতি বাংলাদেশের পশ্চিমাঞ্চলে এসে শেষ হয়েছে, ফলে সীমান্ত এলাকায় বট, ডুমুর ফলে এদের দেখা যাবার সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়ে ২০১৭ সালে এবং ঠাকুরগাঁও এ পরপর দুবছর এদের দেখা গেছিলো বটফল খেতে। হয়তো নিয়মিত আসে। এছাড়া সাতক্ষীরার সীমান্ত এলাকায়ও একবার দেখা গেছে করোনাকালীন সময়ে। এখনো এর দেখা পাইনি।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

উদয়ী পাকড়া ধনেশ

Oriental Pied-Hornbill

Anthracoceros albirostris
আমাদের দেশের আবাসিক পাখি

বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্বগ্রামের প্রায় সকল বনেই এই প্রজাতির ধনেশটি টিকে রয়েছে। এরা আকারে বেশ ছোট এবং অপেক্ষাকৃত ছোট আকৃতির গাছে বাসা করতে পারে। এরাও বুনোফল এর সাথে অল্পবিস্তর বাদুড়, ছোট পাখি শিকার করে খায়। এর প্রথম ছবি তুলেছিলাম সাতছড়ি জাতীয় উদ্যানে।

বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
পাকড়া ধনেশ, হবিগঞ্জ

পাতা-ঠুটি ধনেশ

Wreathed Hornbill

Rhyticeros undulatus
আমাদের দেশের আবাসিক পাখি

বাংলাদেশের বিরলতম ধনেশ এই পাখিটি। বান্দরবনের গহীন পাহাড়ি বনে অল্প কয়টি হয়তো টিকে রয়েছে। সাঙ্গু-মাতামুহুরী বনের একটি স্থান থেকে বেশ কয়েকটি ধনেশকে একত্রে উড়ন্ত অবস্থায় ছবি তোলেন ড. মনিরুল এইচ. খান। পরবর্তীতে নেচার কনজার্ভেশান এলায়েন্স এর মাধ্যমে খবর পাওয়া যায় যে এরা আমাদের দেশে প্রজননও করে। রাজধনেশের মত এরাও চোরাশিকারের ভিকটিম, এবং এদেরও বাসা করার উপযোগী বড় গাছ দরকার যা এদেশে কমছে।

বিশ্বে সংকটাপন্ন
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top