Blue-winged Leafbird (Chloropsis cochinchinensis) নীল-ডানা হরবোলাঃ
এই অনিন্দ্য সুন্দর পাখিটিকে বাংলাদেশের সিলেট ও চট্বগ্রাম অঞ্চলের বনাঞ্চলে পাওয়া যায়। সিলেট বিভাগের রাজকান্দি বনে সুলভ, চট্বগ্রাম বিভাগের সকল বনে আছে। এর গায়ের সবুজ রংটি খুব গাড় না বলে আমার মনে হয়েছে। আর ডানায় নীল ছোপ রয়েছে যা থেকেই এর এমন নাম। অন্যান্য হরবোলাদের মতই এর খাদ্যতালিকায় মূলত রয়েছে ফুল ও ফল। এর প্রথম ছবি তুলি চট্বগ্রামের হাজারিখিল বনে, এছাড়া মৌলভিবাজারেও এর সাথে দেখা হয়েছে। গারো পাহাড়েও একে দেখা পাওয়া যাবার দাবী শুনেছি তবে আমি ছবি দেখিনি।


Jerdon's Leafbird (Chloropsis jerdoni) জার্ডনের হরবোলাঃ
বাংলাদেশের হরবোলার তালিকায় এটি নতুন সংযোজন। মেহেরপুর সদরের এক কলেজ ক্যাম্পাসে পলাশ ফুলে একে প্রথম পাওয়া যায়। সেখানে বেশ কয়েক বছর একটানা ফুলের মৌসুমে এর দেখা পাওয়া গিয়েছিল। গত কয়েকবছর এর খবর আমার কাছে নেই। মেহেরপুরের বাইরে চুয়াডাঙায়ও খেজুরের রস খেতে আসা অবস্থায় একজন এর ছবি তোলেন। আমার ধারনা খুলনা বিভাগের পশ্চিম ভাগে এই পাখিটি বসন্তে ফুলের লোভে মাঝেমধ্যে এসে পড়ে, ভারতে এর বিস্তৃতি এই এলাকার কাছ দিয়েই শেষ হয়েছে, আরও খোজখবর নেয়া দরকার।
Golden-fronted Leafbird (Chloropsis aurifrons) সোনা-কপালি হরবোলাঃ
হরবোলাদের মধ্যে এই পাখিটিই সবচেয়ে সুলভ। সুন্দরবনসহ দেশের সকল ধরনের বনেই এর দেখা পাওয়া যায়। এর প্রথম ছবি আমি তুলেছিলাম গারো পাহাড় থেকে, এছাড়া সুন্দরবনে, সিলেট ও চট্বগ্রাম বিভাগের কয়েক যায়গায় এর সাথে আমার দেখা হয়েছে। এর গানের গলা বেশ সুন্দর।

Orange-bellied Leafbird (Chloropsis hardwickii) কমলা-পেট হরবোলাঃ

এই প্রজাতির হরবোলা পাখিটিকে বাংলাদেশের চট্বগ্রাম বিভাগের পাহাড়ি বনাঞ্চলে মূলত পাওয়া যায়। এছাড়া সুন্দরবনে কদাচিৎ পাওয়া যায়, সিলেট বিভাগের বনেও কয়েকবার দেখা গেছে। পুরুষ ও স্ত্রী পাখির সারাবছর পেটের কাছটায় কমলা রঙ থাকে, প্রজনন ঋতুতে বেশি করে প্রকাশিত হয় এবং এই থেকেই এর এমন নাম। এর ছবি আমি এখনো তুলতে পারিনি।