বাংলাদেশের সাহেলী ও কাবাসী

01. Small Minivet (Pericrocotus cinnamomeus) ছোট সহেলিঃ বাংলাদেশের সুলভ আবাসিক সাহেলি পাখি। সারাদেশেই এদের দেখা মেলে, সাধারনত বেশ কয়েকটি মিলে ঝাঁক বেঁধে একসাথে চলাচল করে। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে আলাদা। প্রথম ছবি তুলেছিলাম সাতক্ষীরা থেকে।


02. Scarlet Minivet (Pericrocotus speciosus) সিঁদুরে সাহেলিঃ খুব সুন্দর গাড় সিদুরে-কমলা রঙ এবং কালো এর মিশেলে এই পাখিটিও আমাদের দেশে আবাসিক পাখি। ডানায় দুটি আলাদা কমলা ছোপ দেখা যায় পুরুষ পাখিগুলোর। এদের সাধারনত আমাদের দেশের সকল ধরণের বনাঞ্চলে দেখা যায়, এছাড়া লোকালয়ের আশেপাশে বড় গাছপালা বিশিষ্ট উদ্যান জাতীয় যায়গায়ও দেখা যায় এদের। স্ত্রী পাখির মাথা বুক গাড় হলুদ রঙ এর। প্রথম ছবি তুলেছিলাম সুন্দরবনের সাতক্ষীরা অংশ থেকে।


03. Ashy Minivet (Pericrocotus divaricatus) মেটে সাহেলিঃ আমাদের দেশের পরিযায়ী এই সাহেলী পাখিটিকে শীতে সিলেট ও চট্বগ্রাম বিভাগের বনাঞ্চলে দেখা যায়, তবে এরা বেশ বিরল। এখনো এদের দেখা পাইনি।


04. Brown-rumped Minivet (Pericrocotus cantonensis) সুইনহোর সাহেলিঃ এটিও আমাদের দেশের পরিযায়ী সাহেলী, দেশের সকল বনাঞ্চলে পরিযায়ন করে আসে এবং এর বাইরে উদ্যানজাতীয় যায়গায় কদাচিৎ দেখা মেলে অন্য সাহেলিদের ঝাঁকে। এর কোমরের কাছটা বাদামী, যা দেখে সহজেই এদের চেনা যায়। দেহের উপরিভাগ ধুসর-বাদামী। চোখ বরাবর কালো দাগ রয়েছে। প্রথম ছবি তুলেছিলাম সাতছড়ি থেকে।


05. Rosy Minivet (Pericrocotus roseus) গোলাপী সাহেলিঃ এই প্রজাতির সাহেলিও আমাদের দেশের পরিযায়ী, দেশের প্রায় সকল বনাঞ্চলেই শীতে এর দেখা মেলে। ডানায় গোলাপী রঙ এর ছোপ রয়েছে তাই এর এমন নাম। এর প্রথম ছবি তুলেছিলাম শেরপুরের গারো পাহাড় থেকে।

06. Long-tailed Minivet ( ) লম্বা-লেজ সাহেলীঃ আমাদের দেশের বিরলতম সাহেলী। বেশ কয়েক দশক ধরে এর দেখা পাওয়া যায়নি। দেখতে সিঁদুরে সাহেলীর সাথে মিল রয়েছে, তবে ডানায় কমলা দুটি ছোপ নেই যা সিঁদুরে সাহেলির রয়েছে আর লেজ বেশ লম্বা। দেশের উত্তরে ভারতের উচু পাহাড়ি বনে এর দেখা মেলে। সেখান থেকে খুব কদাচিৎ কয়েকটি নিচে নেমে আসতে পারে।


07. Large Cuckooshrike (Coracina macei) বড় কাবাসিঃ আমাদের দেশের একটি সুলভ আবাসিক পাখি, এর আরেক নাম বড় গুধুকা। সারাদেশেই গাছপালা ওয়ালা যায়গা সহ সকল বনাঞ্চলে দেখা মেলে। এরা অনেকধরনের উতস থেকে খাবার গ্রহন করে ফলে এদের বিস্তার বড় যায়গা জুড়ে। প্রথম ছবি তুলেছিলাম ঢাকার সাভার থেকে।


08. Black-winged Cuckooshrike (Lalage melaschistos) কালা-পাখ কাবাসিঃ ছাইরঙ্গা শরীর এবং ডানাদুটো গাড় কালো, এই পাখিটি আমাদের দেশের আবাসিক কাবাসি। দেশের সকল বনাঞ্চলে এর দেখা পাওয়া যায়, এর বাইরে কিছু স্থানেও এর দেখা পাওয়া গিয়েছে। অন্য দুই কাবাসির মত এটি অত সহজলভ্য নয়। এর প্রথম ছবি তুলেছিলাম শেরপুরের গারো পাহাড় থেকে।


09. Black-headed Cuckooshrike (Lalage melanoptera) কালো-মাথা কাবাসিঃ ছোট আকারের এই প্রজাতির কাবাসি আমাদের দেশের সর্বত্রই পাওয়া যায়। তবে খুব সহজলভ্য নয়। উদ্যানজাতীয় যায়গায় এর দেখা মেলে, গানের গলা বেশ। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হল কালো মাথা বিশিষ্ট পুরুষ পাখিগুলো বেশ লাজুক, স্ত্রীগুলোকে তাই বেশি দেখা যায় যাদের মাথা কালো নয়। এর প্রথম ছবি তুলেছিলাম ঢাকার সাভার থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top