Black-naped Monarch (Hypothymis azurea) কালো-ঘাড় রাজনঃ
সারাদেশেই গ্রামীন বনাঞ্চল এবং বনসমূহে সহজেই পাওয়া যায় এই পাখিটিকে। এর রাগত ডাক শুনে সহজেই এই আবাসিক পাখিটির উপস্থিতি আপনি টের পাবেন। প্রথম এর ছবি তুলেছিলাম সাতক্ষীরায় নিজেদের বাড়ির পেছন থেকে। বাঁশবাগান ও আমগাছ এদের পছন্দের যায়গা। সন্ধায় ডাইভ দিয়ে দিয়ে পানি খায়, দেখতে খুব সুন্দর।
Amur/Chinese Paradise-Flycatcher (Terpsiphone incei) চাইনিজ শাহচুটকিঃ
বাংলাদেশে অত্যন্ত বিরল। পটুয়াখালির কুয়াকাটায় একবার ও চট্বগ্রামে একবার পাওয়া যাবার কথা জানা যায় শুধুমাত্র। এর মাথায় ঝুঁটি নেই বললেই চলে আর গায়ের রঙ গাড় খয়েরী, মাথা গাড় ছাইরঙা।
Blyth's/Oriental Paradise-Flycatcher (Terpsiphone affinis) ব্লাইদের শাহচুটকিঃ
এই প্রজাতির শাহচুটকিকে আমাদের দেশের সিলেট ও চট্বগ্রাম বিভাগের বনে পাওয়া যায়। এর প্রজননের প্রমাণও এদেশে পাওয়া গেছে তাই বলা যায় এটি আমাদের দেশের বিরল আবাসিক পাখি। কিছু পাখি হয়তো আশেপাশে থেকে শীতে পরিযায়ন করেও আসে। পুরুষ পাখিটির লেজ প্রজননকালে বেশ লম্বা হয়, উড়লে ফিতের মত দেখা যায়। এর প্রথম ছবি তুলেছিলাম সাতছড়ি বনে। এদের মাথায় ঝুঁটি রয়েছে তবে খুব খাড়া নয়, ভোঁতা। আর মাথার রঙ নিলচে, খুব বেশি গাড় নয়।
Indian Paradise-Flycatcher (Terpsiphone paradisi) দেশী শাহচুটকিঃ
আমাদের দেশের গ্রীষ্মের পরিযায়ী এই পাখিটি অত্যন্ত সুন্দর। এরা শীতের পরপর বাংলাদেশে আসে ডিম পেড়ে বাচ্চা ফুটাতে। দেশের পুর্বাঞ্চলে কমই দেখা গেছে তবে এছাড়া দেশের আর সর্বত্র একে দেখা পাওয়া যায়। বাসা বানানোর জন্য আমগাছ ও বাঁশঝাড় এর পছন্দের যায়গা। প্রজননকালে পুরুষপাখিটির লেজের পালক লম্বা হয় বেশ। স্ত্রী পাখি সবসময় খাটো লেজের এবং খয়েরী রঙ এর , কিন্তু পুরুষ পাখিটি খয়েরী ও সাদা, মাঝেমধ্যে দুই রঙ এর মিশ্রণ এর রূপ ধারন করে। প্রজনন ঋতুতে দেখতে খুব সুন্দর হয়। প্রথম ছবি তুলেছিলাম সাতক্ষীরায় নিজ বাড়ির বাঁশবাগান থেকে।