বাংলাদেশের রাতচরা

বাংলাদেশে মোট ছয় প্রজাতির রাতচরা পাখি পাওয়া গেছে।

বড় কান-চরা

Great Eared-Nightjar

Lyncornis macrotis
আমাদের দেশের আবাসিক পাখি

সবচেয়ে বড় আকৃতির এই রাতচরা আমাদের দেশে শুধুমাত্র সিলেট ও চট্বগ্রাম বিভাগের পাহাড়ি বনে পাওয়া যায়। তবে সিলেট বিভাগ থেকে অনেকদিন পাওয়া যায়নি, মাঝে সুনামগঞ্জ এর সীমান্ত এলাকা থেকে একটি ধরা পড়েছিলো। চট্বগ্রাম বিভাগের উচু পাহাড়ি বনাঞ্চলে নিয়মিত এর ডাক শোনা যায় তবে ছবি পাওয়া খুব কঠিন।

বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
এখনো দেখা পাইনি

মেটে রাতচরা

Grey Nightjar

Caprimulgus jotaka
আমাদের দেশের শীতের পরিযায়ী

বিরল এই রাতচরার বাংলাদেশে উপস্থিতি সম্পর্কে খুব বেশিকিছু জানা যায়না তবে কয়েক বছর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পাওয়া গেছিলো।

বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
এখনো দেখা পাইনি

সাইক্সের রাতচরা

Sykes's Nightjar

Caprimulgus mahrattensis
আমাদের দেশের শীতের পরিযায়ী

এই রাতচরার বিস্তৃতি আমাদের দেশের পশ্চিমে ভারতের পশ্চিম পাশে, তবে মাঝে বড় এলাকা বাদ দিয়ে আমাদের দেশের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে শীতকালে কিছু স্থানে পাওয়া যাচ্ছে নিয়মিত। এর প্রথম ছবি তুলেছিলাম রাজশাহীর পদ্মার চর থেকে।

বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
সাইক্সের রাতচরা, রাজশাহী

ল্যাঞ্জা রাতচরা

Large-tailed Nightjar

Caprimulgus macrurus
আমাদের দেশের আবাসিক পাখি

লম্বা লেজবিশিষ্ট এই রাতচরা পাখিটি সারাদেশেই পাওয়া যায়, আমাদের সুলভ আবাসিক পাখি। সাধারনত বাঁশবাগান বা আমবাগান জাতীয় যায়গা এদের পছন্দ, বাসা করে মাটিতে ঝরা পাতার মধ্যে। আশেপাশে কাউকে টের পেলেই উড়ে গিয়ে দূরে মাটিতে বসে বা ডালে বসে। একযায়গায় ঠায় বসে থাকতে পারে আর গায়ের পালকের রঙ এমন যে সহজে চোখেই পড়ে না ভালমত খেয়াল করে না খুজলে। প্রথম ছবি তুলেছিলাম সাতক্ষীরা থেকে।

বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে সহজে দেখা মেলে
ল্যাঞ্জা রাতচরা, সাতক্ষীরা
পাখিটির ডাক শুনুন
Play
Pause

দেশী রাতচরা

Indian Nightjar

Caprimulgus asiaticus
আমাদের দেশের বিরল আবাসিক পাখি

আমাদের দেশের বিরল আবাসিক রাতচরা, একে সম্ভবত সারাদেশের অনেক যায়গাতেই পাওয়া যায় তবে তথ্য উপাত্তের অভাব রয়েছে। সুন্দরবন সহ সিলেট অঞ্চলের বনে সম্প্রতি ডাক শোনা গেছে। এছাড়া রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের কিছু স্থানে এর দেখা পাওয়া যায় নিয়মিত। এছাড়া রাতে এর ডাক খেয়াল করলে আরও স্থান থেকে এর অস্তিত্ব টের পাওয়া যাবে বলে মনে করি। এখনো এর দেখা পাইনি।

বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
এখনো দেখা পাইনি

মেঠো রাতচরা

Savanna Nightjar

Caprimulgus affinis
আমাদের দেশের পরিযায়ী পাখি / অপ্রতুল তথ্য

আমাদের দেশের খুব বিরল রাতচরা এটি, সম্ভবত পরিযায়ী। প্রথম পাওয়া গিয়েছিলো চাপাইনবাবগঞ্জ থেকে, এরপরে পঞ্চগড় জেলায় এবং সম্প্রতি চুয়াডাঙ্গায় পাওয়া গিয়েছে। সুতরাং ধরা যায় এর বিস্তৃতি আমাদের জানা অবস্থার চেয়ে আরও বড়। এখনো এর দেখা পাইনি।

বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে কমই দেখা মেলে
এখনো দেখা পাইনি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top