বাংলাদেশের বনমালী

Indian Nuthatch (Sitta castanea) দেশী বনমালিঃ

বাংলাদেশের পাখির তালিকায় এই পাখিটির উল্লেখ করেছেন লেখকগন। সম্প্রতি কয়েক দশকে এর দেখা দেশে পাওয়া যায়নি।

এখনো দেখা পাইনি।

Chestnut-bellied Nuthatch (Sitta cinnamoventris) খয়েরী-পেট বনমালিঃ

গাড় খয়েরী রঙের পেটবিশিষ্ঠ পাখিটিকে চট্বগ্রামের উচু পাহাড়ি বনেই মাঝেমধ্যে দেখা মেলে। আমি এখনো দেখা পাইনি।

এখনো দেখা পাইনি।

Velvet-fronted Nuthatch (Sitta frontalis) কালো-কপাল বনমালিঃ

এই পরিবারের সবচেয়ে সুলভ এই পাখিটি। নীলচে রঙ এর দেহ ও কপালের কাছটা মখমল কালো। গাছের কান্ডের চারদিকে খুব দ্রুত সকল ডিরেকশানে চলাচল করতে পারে। বাংলাদেশের সুন্দরবনে সবচেয়ে সুলভ, সিলেটের বনগুলোতে মাঝেমধ্যে এবং চট্বগ্রামের বনগুলোতে এর দেখা পাওয়া যায়। গারো পাহাড়ে দেখা গিয়েছিলো বলে শুনেছি। এর প্রথম ছবি তুলি সুন্দরবনের করমজল থেকে।

কালো-কপাল বনমালী, সুন্দরবন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top