বাংলাদেশের বেনেবৌ

1. Indian Golden Oriole (Oriolus kundoo) দেশী সোনাবৌঃ খুব সোন্দর সোনালী হলুদ এই পাখিটিকে সাধারনত রাজশাহী, রংপুর ও কুষ্টিয়া অঞ্চলে সারাবছর পাওয়া যায়। দেশের অন্যান্য অঞ্চলে শীতে অল্পবিস্তর দেখা মেলে। তবে এরা ভারতীয় উপমহাদেশের মধ্যে স্থানান্তর হয় শীত ও মৌসুমে। বাংলাদেশে এর প্রজননের তেমন প্রমাণ পাওয়া যায়না তবে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে প্রমান পাওয়া গেছে। এদের ডানা বেশিরভাগ কালো হয়ে থাকে, পুরুষ ও স্ত্রী প্রাপ্তবয়স্ক পাখির দেখতে আলাদা হয়। এর প্রথম ছবি তুলেছিলাম রাজশাহী থেকে।


2. Black-naped Oriole (Oriolus chinensis) কালো-ঘাড় বেনেবৌঃ এই পাখিটি মূলত পাহাড়ি বনের পাখি, শীতের সময় সমতলেও দেখা যায় অর্থাৎ ছড়িয়ে পড়ে। চোখের উপর থেকে শুরু করে কালো দাগ মাথার পেছন দিয়ে ঘুরে অন্য চোখে গিয়ে শেষ হয়েছে। এদের ডানার প্রান্ত কাল রঙ এর হয়। অপ্রাপ্তবয়স্ক পাখিগুল দেখে অনেকসময় সোনাবৌ এর অপ্রাপ্তবয়স্ক পাখির সাথে মিল আছে মনে হয়। এর প্রথম ছবি তুলেছিলাম ঢাকার মিরপুর থেকে।


3. Slender-billed Oriole (Oriolus tenuirostris) সরু-ঠুটি বেনেবৌঃ এটি বাংলাদেশের বিরল পরিযায়ী বেনেবউ। এদেরও ঘাড়ে কালো দাগ থাকে তবে তা বেশ চিকন, এদের ঠোট চিকন ও লম্বা হয় এবং সামান্য নিচের দিকে বাঁকানো থাকে। বাংলাদেশে সাধারনত সিলেট অঞ্চলে এর দেখা মেলে। এর বাইরেও কয়েকটি দাবী রয়েছে। এখনো এর দেখা পাইনি।


4. Black-hooded Oriole (Oriolus xanthornus) কালো-মাথা বেনেবৌঃ এই পাখিটি আমাদের দেশের সবচেয়ে সহজলভ্য আবাসিক বেনেবউ। সারাদেশেই প্রচুর পরিমানে দেখা যায় এবং সকল ধরনের প্রতিবেশে। প্রাপ্তবয়স্ক হলেই কেবল মাথা সম্পুর্ণ কালো রঙ ধারন করে, চোখ লালচে।


5. Maroon Oriole (Oriolus traillii) মেরুন বেনেবৌঃ এটিও আমাদের দেশের একটি পরিযায়ী বেনেবউ, সাধারনত পাহাড়ি অঞ্চলের বনে দেখা মেলে সিলেট ও চট্বগ্রাম বিভাগে। তবে এর বাইরেও পরিযায়ন পথে অন্য স্থানেও দেখা যেতে পারে যেমন ঢাকার মিরপুরে দেখা গিয়েছিলো। এর দেখা পাইনি এখনো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top