Yellow-eyed Babbler (Chrysomma sinense) হলদে-চোখ ছাতারেঃ
এরা এদেশের বিরল আবাসিক ছাতারে। তবে টিয়েঠুটিদের আত্বীয়। চোখের চারপাশে কমলাটে হলুদ রিং রয়েছে তাই এদের এমন নাম। সাধারনত লম্বা ঘাস ও ঝোপ মিশ্রিত পাহাড়ি অঞ্চলে এদের পাওয়া যায়। বাংলাদেশের পশ্চিমাঞ্চলে পঞ্চগড়, ঠাকুরগাঁও এ নিয়মিত এবং বাগেরহাট, চুয়াডাঙ্গায় অনিয়মিতভাবে দেখা যায়। এছাড়া পূর্বাঞ্চলের মৌলভিবাজার, রাঙামাটি ইত্যাদি জেলায় অল্প পরিমানে এদের দেখা যায়। এদের প্রথম ছবি তুলেছিলাম মৌলভিবাজার থেকে।
Black‑breasted Parrotbill (Paradoxornis flavirostris) কালো-বুক টিয়েঠুটিঃ
বাংলাদেশের তিন প্রজাতির টিয়েঠুটিই অতিবিরল আর সম্ভবত বাংলাদেশে এখন আর পাওয়া যায়না। বাংলাদেশে পাওয়া যাওয়া পাখির তালিকায় এই কালো-বুক টিয়েঠুটির উল্লেখ আছে। উচু পাহাড়ি অঞ্চলের বাশবাগান-লম্বা ঘাস ও ঝোপ এর মধ্যে এদের বসবাস।
Spot‑breasted Parrotbill Paradoxornis guttaticollis তিলা-বুক টিয়েঠুটি
এই প্রজাতির টিয়েঠুটিও বাংলাদেশে অনেক বছর আগে পাওয়া গেছিলো বলে উল্লেখ রয়েছে।
Rufous-headed /Greater Rufous‑headed Parrotbill (Psittiparus bakeri) বড় লাল-মাথা টিয়েঠুটিঃ
বাংলাদেশের টিয়েঠুটির এই প্রজাতিটিকে নব্বই এর দশকে মৌলভিবাজারের এক চাবাগানের ধারের জংলামত যায়গায় পাওয়া গেছিলো। ধারনা করা হয় পার্বত্য চট্বগ্রাম বিভাগের বনাঞ্চলে উচু পাহাড়ের বাঁশ ও লম্বা ঘাসবন প্রতিবেশে এদের আজও পাবার সম্ভাবনা রয়েছে।