বাংলাদেশে দুই প্রজাতির গগনবেড় পাওয়া গেছে
বড় সাদা গগনবেড়
Great White Pelican
Pelecanus onocrotalus
আমাদের দেশের শীতের পরিযায়ী
গগনবেড় কয়েক দশক আগেও সারাদেশের অনেক বড় জলাশয়েই আসতো ও দেখা যেত। তবে দেশের সবচেয়ে বড় আকৃতির এই পাখিটিকে আর দেখা যাচ্ছেনা বহুবছর। দুই দশক আগে ফেনির মুহুরী প্রজেক্টের কাছে সর্বশেষ দেখা গেছিলো। তবে দুইযায়গা থেকে দাবী করা হয়েছে শুনেছি সেখানের অপরিচিত বিলে নাকি এখনো মাঝেমধ্যে আসে। আমি বুনো অবস্থায় দেখা পাইনি এখনো। ঢাকা চিড়িয়াখানায় পশ্চিম লেকে কয়েকটি পাখিকে উন্মুক্ত অবস্থায় রাখা আছে, তবে তারা বুনো নয়।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
চিতি-ঠোট গগনবেড়
Spot-billed Pelican
Pelecanus philippensis
আমাদের দেশের শীতের পরিযায়ী
আকারে একটু ছোট এই প্রজাতির গগনবেড়টিকে ২০১৭ সালে কয়েকবার এদেশে দেখা গেছিলো। রাজশাহীতে পদ্মা নদীর এক দুর্গম চরে রাঙা মানিকজোড়ের ঝাঁকে দুইদিন একটি অপ্রাপ্তবয়স্ক পাখিকে দেখা গেছিলো। এর পরপরই পঞ্চগড়ের মহানন্দা নদীর উপর দিয়ে সীমান্তঘেষা এলাকায় দুটিকে উড়ে যেতে দেখা গেছিলো। এখনো দেখা পাইনি।