Chestnut-capped Babbler (Timalia pileata) লা্ল-টুপি ছাতারে
বেশ লাজুক এই ছাতারেটি দেশের খুব বেশি যায়গায় পাওয়া যায়না তবে ফীল্ডগাইডে এর বিস্তৃতি সারাদেশেই উল্লেখ করা আছে। তার প্রমানও পাওয়া যায় কারন চাপাইনবাগঞ্জ এলাকার চরাঞ্চলে, কুষ্টিয়ার চরাঞ্চলে, সুন্দরবনে একে পাওয়া গেছে। এছাড়া সিলেট ও চট্বগ্রাম বিভাগের অনেক বনাঞ্চল সংলগ্ন যায়গায় ঝোপমত যায়গায় একে দেখা যায়। সাজেক ভ্যালি থেকে এর ডাক রেকর্ড করেছিলাম কিন্তু দেখা পাইনি।
Pin-striped Tit-Babbler (Mixornis gularis) ডো্রা তিত-ছাতারে
খুব ছোট আকারের এই ছাতারেটি সারাদেশের অনেক স্থানেই পাওয়া যায়। রাজশাহী বিভাগে ছাড়া দেশের প্রায় সকল বিভাগেই গ্রামীন বন সহ দেশের সকল বনে এর দেখা পাওয়া যায়। যেই বনে এ আছে সেখানে গেলেই এর একঘেয়ে একটানা টিন টিন টিন ডাক শুনতে পাওয়া যায়। প্রথম ছবি তুলেছিলাম শেরপুরের গারো পাহাড় থেকে।
Buff-chested Babbler (Rufous-fronted Babbler) Cyanoderma ambiguum লালচে-কপাল ছাতারে
এই ছাতারেটির আগের নাম ছিলো rufous-fronted babbler, খুবই ছোট আকারের এই ছাতারেকে সিলেট ও চট্বগ্রাম বিভাগের প্রায় সকল বনেই পাওয়া যায়। তবে এর দেখা পাওয়া বেশ কঠিন, ছবি তোলা আরও। খুব অন্ধকার যায়গায় পাতার নিচে বিচরন করতে পছন্দ করে। এর ডাক চেনা থাকলে সহজেই এর উপস্থিতি টের পাওয়া যায়। এর ছবি পেয়েছিলাম কুলাউড়ার এক বন থেকে। ভালো ছবি হয়নি।
Red-billed Scimitar babbler
বাংলাদেশে এই প্রজাতির কাস্তে ছাতারে দেখা গেছে বলে পুরাতন পাখির তালিকায় উল্লেখ করা হয়েছে।
White-browed Scimitar-Babbler (Pomatorhinus schisticeps) সাদা-ভ্রু কাস্তে ছাতারে
এই প্রজাতির কাস্তে-ছাতারেটি দেশের সিলেট-চট্বগ্রাম বিভাগের বনগুলোতে ছাড়াও শেরপুর অঞ্চলের গারো পাহাড়ের বেশ কিছু যায়গায় দেখা গেছে। এর ডাক খুব সুন্দর, ডাক শুনে সহজেই এর উপস্থিতি টের পাওয়া যায় তবে সকভাবে বেশ লাজুক। এর প্রথম ছবি পাই মৌলভিবাজারের কুলাউড়ায়।
Large Scimitar-Babbler (Erythrogenys hypoleucos) বড় কাস্তে ছাতারে
সাদা-ভ্রু এর চেয়ে আকারে বড়, কম পাওয়া যায় এই কাস্তে-ছাতারেটিকে। তবে সিলেট ও চট্বগ্রাম বিভাগের বেশিরভাগ বনেই রয়েছে।
Spot‑breasted Scimitar-babbler (Erythrogenys mcclellandi) ছিটে-বুক কাস্তে ছাতারে
বাংলাদেশে এই প্রজাতির কাস্তে-ছাতারেটিকে পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।
Grey-throated Babbler (Stachyris nigriceps) মেটে-গলা ছাতারে
ছোট আকারের এই ছাতারেটিকে সাধারনত কয়েকটি একত্রে দেখা যায়। দেশের পূর্বাঞ্চলীয় বনগুলতে সহজেই একে দেখা যায়। দেখতে বেশ সুন্দর। এরা ফালভেটাদের সাথে ঝাঁক বেঁধে থাকে প্রায়ই। এর প্রথম ছবি তুলেছিলাম কুলাউড়া থেকে।