বাংলাদেশে দু প্রজাতির পানি-কাটা পাওয়া গেছে, এরা গভীর সমুদ্রের পাখি
গেজলেজি পানি-কাটা
Wedge-tailed Shearwater
Ardenna pacifica
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি
গভীর সমুদ্রের পাখি, আম্ফান ঝড়ের পরে বাতাসের তোড়ে দেশের ভেতরের দিকে চলে আসে। ঢাকার লালমাটিয়া থেকে একটি উড়ন্ত পাখির ছবি তোলা হয়, সেটিই এই পাখির আমাদের দেশে প্রথম সাইটিং। সেদিন একসাথে মোট পাঁচ প্রজাতির গভীর সমুদ্রের পাখি বাংলাদেশের পাখির তালিকায় নতুন নাম লিখিয়েছিলো। আমি এখনো পাখিটির দেখা পাইনি। এদের লেজের আগার আকৃতির কারনে এর এমন নাম।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
খাটো-লেজি পানিকাটা
Short-tailed Shearwater
Ardenna tenuirostris
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি
আমাদের দেশে পুর্বে এই পাখি একবার দেখা গিয়েছিল উপকূলীয় অঞ্চল থেকে বেশ কয়েক বছর আগে। গভীর সমুদ্রের ঝড়ের কারনে কিছু পাখি দেশের ভেতরে চলে আসে মাঝেমধ্যে। ঢাকার অদূরে আরিচার কাছে পদ্মা নদীতে, এবং কেরানীগঞ্জ থেকে উড়ন্ত অবস্থায় কয়েকবার একে পাওয়া গেছে সম্প্রতি। এরা সাধারনত গভীর সমুদ্রেই বাস করে, বাধ্য না হলে উপকূলে বা ডাঙার উপরে আসে না। এদের লেজ বেশ খাটো, ওড়ার সময় পায়ের অগ্রভাগ লেজ ছাড়িয়ে বাইরে বের হয়ে যায়। আমি এখনো এর দেখা পাইনি।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে