বাংলাদেশে স্কুয়া/জ্যাগার প্রজাতির তিনটি পাখি পাওয়া গেছে, এরা গভীর সমুদ্রে বাস করে
পোমারিন জ্যাগার
Pomarine Jaeger/Skua
Stercorarius pomarinus
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের গভীরে দেখা মেলে। সাধারনত উপকূলের কাছাকাছি আসেনা। গভীর সমুদ্রে না গেলে এর দেখা পাবার সম্ভাবনা কমই। এদের প্রচলিত বাংলা নাম হয়না।
বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
সুমেরুর জ্যাগার
Arctic (Parasitic) Jaeger/Skua
Stercorarius parasiticus
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি
এটিও আমাদের দেশের সোয়াচ অফ নো গ্রাউন্ডের গভীর সমুদ্রে পাওয়া যায়।
বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
ল্যাঞ্জ্যা জ্যাগার
Long-tailed Jaeger
Stercorarius longicaudus
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি
এটিও গভীর সমুদ্রের পাখি। ঘুর্নিঝড় আম্ফানের সময় একটি পাখি পদ্মা নদী ধরে দেশের ভেতরের অঞ্চলে চলে এসেছিলো তখন বার্ডারদের চোখে পড়ে এবং আমাদের দেশের তালিকায় যোগ হয়।