বাংলাদেশে মোট ০৩ প্রজাতির চড়ুই এর দেখা মিলেছে
চড়ুই এমন একটি পাখি যাকে আমরা প্রতিদিন দেখি আমাদের ঘরের আশেপাশে। সারাদেশেই পাওয়া যায়, তবে আমাদের দেশে সচরাচর যে চড়ুই দেখা যায় এটা হচ্ছে পাতি চড়ুই। এছাড়া কিন্তু দেশের কিছু অঞ্চলে গাছ চড়ুই পাওয়া যায়। আর কিছুদিন আগে পঞ্চগড় থেকে আরেকটি নতুন প্রজাতির চড়ুই পাওয়া গেছে সেটি হচ্ছে দারুচিনি চড়ুই।
পাতি চড়ুই
House Sparrow
Passer domesticus
আমাদের দেশের আবাসিক পাখি
বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় এমন চড়ুই হচ্ছে এটি। সাধারনত বাসা-বাড়ির সানশেড/বারান্দা ও দেয়ালের ফুটোয় বাসা করে থাকে। মানুষের আশেপাশেই বিচরন করে এবং মানুষের ফেলে দেয়া খাবার থেকে বড় অংশ সংগ্রহ করে। এছাড়া এরা শস্য ও দানা জাতীয় খাবার খায়। ছোটবেলা থেকেই এদেরকে সর্বত্র দেখে আসছি। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে আলাদা।
বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে সহজে দেখা মেলে
পাখিটির ডাক শুনুন
দারুচিনি চড়ুই
Russet Sparrow
Passer cinnamomeus
আমাদের দেশের অনিয়মিত পাখি
বাংলাদেশের এই চড়ুই প্রজাতিটি এদেশে পাওয়া যায় আমি বেশ জোরেশোরেই বিশ্বাস করতাম। আমার ধারনা ছিলো একে পাওয়া গেলে সিলেট, নেত্রকোনা বা উত্তরের কোন জেলা থেকে পাওয়া যাবে। পরে বিখ্যাত প্রাণীবিদ ও গবেষক ডক্টর আ ন ম আমিনুর রহমান স্যার পঞ্চগড়ের সীমান্তবর্তি এক যায়গা থেকে এই চড়ুই এর ছবি তোলেন। প্রথমে একে সাধারন কিছু ভাবলেও বেশ কিছুদিন পরে ছবি চেক করে আলাদা মনে হলে অন্যদের দেখান ও অভিজ্ঞরা মত দেন এটি দেশের তৃতীয় চড়ুই প্রজাতি। এদের পিঠ এর রঙ প্রজনন ঋতুতে টকটকে মরচে-রঙা হয় বলেই এমন নাম।
বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
ইউরেশীয় গাছ চড়ুই
Eurasian Tree Sparrow
Passer montanus
আমাদের দেশের আবাসিক পাখি
বাংলাদেশে পাওয়া যাওয়া আরেক চড়ুই হচ্ছে এই ইউরেশীয় গাছ চড়ুই। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্বগ্রাম বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে এই চড়ুই পাওয়া যায়। পাতি চড়ুই এর ঝাকেই মিশে থাকে, তবে একে সহজে চেনার উপায় হল এর মাথা খয়েরি রঙ এর এবং কানের কাছে সাদার মধ্যে কালো একটি দাগ রয়েছে। আকারে পাতি চড়ুই এর চেয়ে সামান্য ছোট এবং পুরুষ-স্ত্রী পাখি দেখতে একই রকম। আমি জামালপুর জেলা থেকে প্রথমে এর দেখা পাই ও ছবি তুলি, সেখানে এটি বেশ সুলভ। এছাড়া শেরপুরেও এর দেখা পেয়েছি।