Ruby-cheeked Sunbird (Chalcoparia singalensis) চুনি-গাল মৌটুসীঃ
বাংলাদেশের সুলভ এই মৌটুসীটিকে মূলত বনাঞ্চলে পাওয়া যায়, তবে বরিশাল, ঢাকা ও বৃহত্তর কুমিল্লার কিছু জেলায় এর নিয়মিত দেখা মেলে। পাতার নিচে ঝুলে ঝুলে এর বিচরন বেশ দেখার মত। এর প্রথম ছবি তুলেছিলাম গারো পাহাড়ে।
Purple-rumped Sunbird (Leptocoma zeylonica) বেগুনী-কোমর মৌটুসীঃ
বাংলাদেশের অন্যতম সুলভ মৌটুসী এটি। পুরুষ পাখির কোমরের কাছটা বেগুনী বলে এর এমন নাম। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে আলাদা। সারাদেশেই ঘরবাড়ির আশেপাশে পাওয়া যায়। শিম, ভাট, দাতরাঙা, আম, সজনেসহ ছোট ফুলের বিভিন্ন গাছে একে মধু খেতে দেখা যায়। সাধারনত পুরুষ ও স্ত্রী পাখি কাছাকাছি থাকে।
Van Hasselt's (Purple-throated) Sunbird (Leptocoma brasiliana) বেগুনী-গলা মৌটুসীঃ
এই প্রজাতির মৌটুসীটিকে বাংলাদেশের সিলেট ও চট্বগ্রাম বিভাগের বনাঞ্চলে পাওয়া যায়, খুব সুলভ নয় তবে যে বনে এর দেখা মেলে সেখানে নির্দিষ্ট কিছু ফুলের মৌসুমে চোখ রাখলে এর দেখা পাওয়া যায়। এর গায়ের রঙ এমন যে ঠিকমত আলো না পড়লে এর গায়ের অসাধারন রঙের ছটা বোঝা যায়না। সকল মৌটুসীর মতই এদেরও পুরুষ ও স্ত্রী পাখি দেখতে আলাদা রকম। প্রথম দেখা পাই সাতছড়ি বন থেকে।
Purple Sunbird (Cinnyris asiaticus) বেগুনী মৌটুসীঃ
দেশের সর্বত্র পাওয়া যাওয়া এই মৌটুসীকে আপনি হয়তো শহরাঞ্চলে আপনার ছাদ-বাগানেও দেখতে পাবেন। প্রচুর ডাকাডাকি করে, সাধারনত পুরুষ ও স্ত্রী পাখি কাছাকাছি থাকে।
Olive-backed Sunbird (Cinnyris jugularis) জলপাই-পিঠ মৌটুসীঃ
বাংলাদেশে কয়েক দশক আগে এর দেখা পাওয়া গিয়েছিলো বলে পাখিবিশারদগন লিখেছেন।
Fire‑tailed Sunbird (Aethopyga ignicauda) আগুন-লেজ মৌটুসীঃ
বাংলাদেশের বিরল এই মৌটুসীটির বাস মূলত বাংলাদেশের উত্তরে ভারতের উচু পাহাড়ি এলাকার বনে। তবে মাঝেমধ্যে শীতের শেষে নেমে আসে খাবারের খোজে। সেরকমই একবার কুড়িগ্রামের শহুরে অঞ্চলে বড়ই গাছের ফুলে একটু পুরুষ পাখিকে দেখা গেছিলো। সেটাই ছিল এর একমাত্র সাইটিং আমাদের দেশে। প্রজননকালে পুরুষ পাখিগুলোর লেজ আগুনরঙ ধারন করে আর বেশ লম্বা হয়ে ওঠে।
Green‑tailed Sunbird (Aethopyga nipalensis) সবুজ-লেজ মৌটুসীঃ
বাংলাদেশের পাখির তালিকায় এই বিরল মৌটুসীটিও রয়েছে। গত কয়েক দশকে এর দেখা পাওয়া যাবার খবর নেই আমার কাছে।
Mrs. Gould's Sunbird (Aethopyga gouldiae) বেগম গুল্ডের মৌটুসীঃ
অনিন্দ্য সুন্দর এই মৌটুসীটিও আমাদের দেশে বেশ বিরল। তবে প্রতিবছর শীতে এক-দুবার করে দেখা দেয়। সাধারনত সাতছড়ি জাতীয় উদ্যানের মান্দার ফুলে মার্চ মাসে এর দেখা মেলে। যারা একে দেখেছেন তারা ভাগ্যবান, কারন আমার মত লোকজন এর বেশ কয়েকবার চেষ্টা করেও এর দেখা পাইনি এখনো। এদেশে এর প্রথম দেখা পাওয়া গেছিলো যদিও কয়েক দশক আগে রাজধানী ঢাকার রমনা পার্কের এক ফুলগাছে।
Crimson Sunbird (Aethopyga siparaja) সিঁদুরে মৌটুসীঃ
খুব সুন্দর এই মৌটুসীটির পুরুষ পাখিটির মাথা ও পিঠ সিঁদুরের মত গাড় লালচে হয়। প্রজনন মৌসুমে খুব সুন্দর লাগে। একে দেশের দক্ষিণ ও উত্তরের বেশ কিছু জেলায় বসতবাড়ির আশেপাশে এবং দেশের সকল বনে পাওয়া যায়।
মাকড়মার
Little Spiderhunter (Arachnothera longirostra) ছোট মাকড়মারঃ
মৌটুসীর চেয়ে সামান্য বড় ও লম্বা ঠোটের অধিকারী এই পাখিটি খুব সুন্দর। জলপাই সবুজ রঙ আর হলদেটে পেটের এই পাখির আরেক নাম মোচাটুনি। একে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এবং সারাদেশের পত্রঝরা বন বাদে সকল বনে পাওয়া যায়। এরা বেশ ডাকাডাকি করতে ওস্তাদ, সহজেই এদের উপস্থিতি বুঝতে পারা যায়। ভোর বেলায় কলা গাছের মোচায় এর দেখা পাওয়া ও ছবি তোলা সহজ। হবিগঞ্জের সাতছড়ি বনে এর প্রথম ছবি তুলেছিলাম।
Streaked Spiderhunter (Arachnothera magna) ডোরা মাকড়মারঃ
আকৃতিতে সামান্য বড় গাড় সবুজ রঙ এর এই পাখিটির সারাগায়ে দাগ-দাগ তাই এর এমন নাম। একে মূলত চট্বগ্রাম বিভাগের বনাঞ্চলে পাওয়া যায়, সিলেট বিভাগের কিছু বনেও মাঝেমধ্যে এর দেখা মেলে। চট্বগ্রামের হাজারিখিল বনে একে একবারই দেখেছিলাম।