বাংলাদেশের ঝড়পেট্রেল

বাংলাদেশের তালিকায় মাত্র এক প্রজাতির গভীর সমুদ্রের ঝড়-পেট্রেল রয়েছে

উইলসনের ঝড়-পেট্রেল

Wilson's Storm-Petrel

Oceanites oceanicus
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি

বাংলাদেশে ২০০৯ সালে কক্সবাজারের দিকে একটি মৃত ঝড় পেট্রেল পাওয়া গেছিলো। তবে মৃত বিধায় সেটি আমাদের দেশের তালিকায় যোগ হয়নি, তাছাড়া যথাযথ ছবি ও তথ্য না পাওয়ায় সেটির আইডি নিশ্চিত হওয়া যায়নি। তবে করোনা-কালীন আম্ফান ঝড়ের পরে এই প্রজাতির কয়েকটি পাখি গভীর সমুদ্র থেকে রাজশাহীর পদ্মায় উজানে চলে আসে, এবং কতিপয় বার্ডারদের চোখে পড়ে ও বাংলাদেশের পাখির তালিকায় নাম লেখায়। অভিজ্ঞজনেরা মতামত দেন এটির উইলসনের ঝড়-পেট্রেল হবার পক্ষে। আমি এখনো এই পাখির দেখা পাইনি, দেশে ঐ একবারই পাওয়া গেছে। 

বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
আমি দেখা পাইনি এখনো

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top