Sultan Tit (Melanochlora sultanea) সুলতান তিত
হলুদ মাথা ও ঝুঁটি বিশিষ্ট এই তিত পাখিটি বাংলাদেশের তিত পাখিদের তালিকায় সর্বশেষ সংযোজন। দেখতে বেশ রাজকীয় লাগে তাই এর এমন নাম। বান্দরবনের সাংগু-মাতামুহুরী বনে একে প্রথম পাওয়া গেছিলো আর সেখানেই মূলত একে পাওয়া যায় শুধুমাত্র। এছাড়া রাঙামাটির কাপ্তাই থেকে একটি সাম্প্রতিক পাওয়া যাবার খবর শুনেছি।
![](https://www.birdingbd.com/wp-content/plugins/elementor/assets/images/placeholder.png)
Green-backed Tit (Parus monticolus) সবুজ-পিঠ তিত
এই প্রজাতির তিত পাখি বাংলাদেশের পাখির তালিকায় উল্লেখ করেছেন বিজ্ঞজনেরা। পাওয়া গিয়েছিলো বেশ কয়েক দশক আগে সিলেট অঞ্চলের বনে।
![](https://www.birdingbd.com/wp-content/plugins/elementor/assets/images/placeholder.png)
Cinereous Tit (Asian Great Tit) Parus cinereus বড় তিত
এই প্রজাতির তিত এর কিছু প্রচলিত বাংলা নাম হত বনচড়ুই, তিতপোখ, রাম গাংরা ইত্যাদি। সারাদেশেই সকল গ্রামীন বন ও বনাঞ্চলে একে সহজেই পাওয়া যায়। দেখতে খুব সুন্দর, সারাদিন খুব ডাকাডাকি ও লাফালাফি করে পোকা ধরে বেড়ায়। এরা খাড়া পরিত্যাক্ত পাইপ, বাঁশ ইত্যাদির মধ্যে বাসা করতে পছন্দ করে। পরিত্যাক্ত টিউবওয়েল ও খাড়া পাইপ এ প্রায়ই এদের বাসা করার কথা জানা যায়। প্রথম এদের দেখেছিলাম ঢাকার অদূরে সাভারে।
![](https://www.birdingbd.com/wp-content/uploads/2023/07/IMG_7094-1024x770.jpg)