Sultan Tit (Melanochlora sultanea) সুলতান তিত
হলুদ মাথা ও ঝুঁটি বিশিষ্ট এই তিত পাখিটি বাংলাদেশের তিত পাখিদের তালিকায় সর্বশেষ সংযোজন। দেখতে বেশ রাজকীয় লাগে তাই এর এমন নাম। বান্দরবনের সাংগু-মাতামুহুরী বনে একে প্রথম পাওয়া গেছিলো আর সেখানেই মূলত একে পাওয়া যায় শুধুমাত্র। এছাড়া রাঙামাটির কাপ্তাই থেকে একটি সাম্প্রতিক পাওয়া যাবার খবর শুনেছি।
Green-backed Tit (Parus monticolus) সবুজ-পিঠ তিত
এই প্রজাতির তিত পাখি বাংলাদেশের পাখির তালিকায় উল্লেখ করেছেন বিজ্ঞজনেরা। পাওয়া গিয়েছিলো বেশ কয়েক দশক আগে সিলেট অঞ্চলের বনে।
Cinereous Tit (Asian Great Tit) Parus cinereus বড় তিত
এই প্রজাতির তিত এর কিছু প্রচলিত বাংলা নাম হত বনচড়ুই, তিতপোখ, রাম গাংরা ইত্যাদি। সারাদেশেই সকল গ্রামীন বন ও বনাঞ্চলে একে সহজেই পাওয়া যায়। দেখতে খুব সুন্দর, সারাদিন খুব ডাকাডাকি ও লাফালাফি করে পোকা ধরে বেড়ায়। এরা খাড়া পরিত্যাক্ত পাইপ, বাঁশ ইত্যাদির মধ্যে বাসা করতে পছন্দ করে। পরিত্যাক্ত টিউবওয়েল ও খাড়া পাইপ এ প্রায়ই এদের বাসা করার কথা জানা যায়। প্রথম এদের দেখেছিলাম ঢাকার অদূরে সাভারে।