Bar-tailed Treecreeper (Certhia himalayana)
ডোরালেজ গাছচারী
বাংলাদেশে এই পরিবারের একটি পাখিই মাত্র পাওয়া গেছে বলে জানা যায়। বহুবছর এর আর দেখা পাওয়া যায়নি। এরা গাছের খাড়া গুড়ি বেয়ে খুব দ্রুত সকল দিকেই প্রায় দৌড়ে চলাচল করতে পারে, এর নামও গাছচারি হয়েছে এজন্যই। এই কাজের সুবিধার্থে এর পায়ের নখগুল বেশ লম্বা লম্বা, এর দেহের তুলনায়।