বাংলাদেশে একটিমাত্র প্রজাতির গাছ-বাতাসীর দেখা পাওয়া যায়
ঝুটিয়াল গাছ-বাতাসী
Crested Treeswift
Hemiprocne coronata
আমাদের দেশের শীতের পরিযায়ী
বাংলাদেশের পাখিটি পরিযায়ী। ঢাকার কাছে ভাওয়াল জাতীয় উদ্যানে একে প্রায় তিন দশক আগে এক ঝাঁক দেখা গেছিলো। তবে বেশ কয়েক বছর আগে চট্বগ্রাম বিভাগের উচু পাহাড়ি বনাঞ্চল থেকে এর ছবি তুলেছেন কয়েকজন। সম্ভবত এখনো কদাচিৎ পাওয়া যায় সেখানে।