ট্রগন বা কুচকুচি - বাংলাদেশে একটি প্রজাতিই পাওয়া যায়
লাল-মাথা কুচকুচি
Red-headed Trogon
Harpactes erythrocephalus
আমাদের দেশের আবাসিক পাখি
চিরহরিৎ ও মিশ্র-চিরহরিৎ বনের অত্যন্ত সুন্দর পাখি এই লাল-মাথা কুচকুচি। পুরুষ পাখিগুলো যেন আগুনেরই গোলা। উচু গাছের আগার দিকে থাকে সাধারনত, মাঝেমধ্যে পোকার পিছুপিছু মাটির কাছেও নেমে আসে। বলা হয়, যে বনে ট্রগনের দেখা পাওয়া যায় সেই বনের বাস্তুসংস্থান বেশ ভাল পর্যায়ে আছে ধরে নিতে হবে। মৌলভীবাজারের আদমপুর বনে এর দেখা পেয়েছিলাম তবে খুব ভালো ছবি তুলতে পারিনি।