বাংলাদেশে মাত্র একটি প্রজাতির ট্রপিকবার্ড দেখা গেছে
লাল-ঠোট ট্রপিকপাখি
Red-billed Tropicbird
Phaethon aethereus
আমাদের দেশের গভীর সমুদ্রের পাখি
এটিও গভীর সমুদ্রের পাখি, আমাদের দেশের দক্ষিণে সোয়াচ অফ নো গ্রাউন্ডে গেলে দেখা পাবার সম্ভাবনা রয়েছে। একে দ্বিতীয়বারের মত দেখা গেছিলো ২০১৭ সালের মার্চে বঙ্গোপসাগরের সোয়াচ অফ নো গ্রাউন্ডে। বেশ সরু দেহের অধিকারী পাখিটির ঠোট লাল আর লেজের মাঝামাঝি অংশ থেকে লম্বা ও চিকন দুটি পাখনা বের হয় প্রজননকালে। চোখ বরাবর কানের পেছন পর্যন্ত কালো দাগ চলে গেছে যা দেখতে খুব সুন্দর।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে
