ছোট্ব এই পাখিটিকে বাংলাদেশের একমাত্র বান্দরবন জেলায় উচু পাহাড়ি বনাঞ্চলেই দেখা মেলে। এর সাধারনত ঝাঁক বেঁধে চলাচল করে।
Indian White-eye (Zosterops palpebrosus) দেশী শেতাক্ষীঃ
হলুদ রঙ এর ছোট্ট এই পাখিটিকে সারাদেশেই দেখা যায়, এর চোখের চারপাশে সাদা রিং রয়েছে এজন্য এর এমন নাম। এর অন্যান্য নামের মধ্যে আছে চশমা-টুনি, বাবুনাই ইত্যাদি। এর প্রথম ছবি তুলেছিলাম সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে। পরে দেশের বেশ কিছু বনে এর দেখা পেয়েছি।