বাংলাদেশের সিলভিড ফুটকি

Lesser Whitethroat (Curruca curruca) ছোট সাদা-গলাঃ

এই পাখিটি বাংলাদেশের অতিবিরল একটি পাখি। মৌলভিবাজারের বাইক্কা বিল এলাকায় একে প্রথম দেখা গেছিলো। পরে রাজশাহী জেলায় পরপর কয়েক শীতে দেখা গেছে, এছাড়া বাইক্কা বিলেও দেখা গেছে।

Eastern Orphean Warbler (Curruca crassirostris)

এই প্রজাতিটিও সিলেট বিভাগের হাওড় এলাকায় পাওয়া গেছে। সর্বশেষ সম্ভবত প্রয়াত তালিয়া খান পেয়েছিলেন বাইক্কা বিল থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top