বাংলাদেশের বনলাটোরা

Large Woodshrike (Tephrodornis virgatus) বড় বনলাটোরা

এই প্রজাতির লাটোরাটিকে সাধারনত আমাদের দেশের পাহাড়ি বনাঞ্চলে পাওয়া যায়। পুরুষ পাখিগুলোর চোখ বরাবর কালো কাজল টানা রঙ থাকে, দেখতে খুবই সুন্দর। এর প্রথম ছবি তুলেছিলাম চট্বগ্রামের হাজারিখিল বন থেকে।

Common Woodshrike (Tephrodornis pondicerianus) পাতি বনলাটোরা

ছোট আকারের ছাইরঙ্গা এই প্রজাতির বনলাটোরা সারাদেশেই পাওয়া যায়। মানুষের বসতির আশেপাশে যেমন দেখা যায় তেমনি দেশের বনাঞ্চলগুলোতেও বেশ দেখা যায়। সাধারনত জোড়ায় জোড়ায় বা কয়েকটি একসাথে থাকে। এর প্রথম ছবি তুলেছিলাম জামালপুর জেলার পাহাড়ি এলাকা থেকে।

Bar-winged Flycatcher-shrike (Hemipus picatus) ডোরা-পাখ চুটকি-লাটোরা

এই পাখিটিকে সুন্দরবন ও দেশের পুর্বাঞ্চলী বনগুলোতে দেখা যায়। এর ওড়াউড়ি দেখে চুটকিদের কথা মনে পড়ে যায়। সাতছড়ি থেকে এর প্রথম ছবি তুলি, সুন্দরবনের করমজলেও একে দেখেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top