বাংলাদেশে একটিমাত্র প্রজাতির বন-আবাবিলই দেখা যায়
মেটে বনআবাবিল
Ashy Woodswallow
Artamus fuscus
আমাদের দেশের আবাসিক পাখি
এই পাখিটিকে আমাদের দেশের সকল যায়গায় সহজেই দেখা মেলে। বিদ্যুতের তারের উপরে বা গাছের আগায় ফাকা ডালে একটি বা কয়েকটি পাখি দলবেঁধে বসে থাকে এবং নির্দিষ্ট বিরতিতে উড়ে উড়ে গিয়ে ভাসমান অবস্থায় পোকা ধরে আনে। এদের ডাক শুনে সহজেই এর উপস্থিতি বোঝা যায়। বাসা করে সাধারনত তাল, খেজুর জাতীয় গাছের আগায়। এরা ওড়ার সময় অনেক উচুতে উঠে ভেসে বেড়াতে পছন্দ করে, তখন এদের ডানার আকৃতি দেখে অনেকসময় ফ্যালকন বা বাজপাখির মত মনে হয়। এর প্রথম ছবি তুলেছিলাম সাতক্ষীরা জেলা থেকে।
বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ
এদেশে সহজে দেখা মেলে
পাখিটির ডাক শুনুন
Play
Pause