জলচর পাখির প্রজনন কলোনী সংরক্ষণ প্রজেক্ট
বাংলাদেশের উত্তরের চারটি বিভাগের ২৪টি জেলায় জলচর পাখির প্রজনন কলোনী খুজে বের করে সেগুলো থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে, এলাকাবাসীদের সাথে কথা বলে এবং কলোনীগুলোর বর্তমান অবস্থা ও হূমকিসমূহ খুজে বের করার জন্য কাজ করছেন বাংলাদেশের একজন উদ্যোমী পক্ষিবিশারদ আল্লামা শিবলী সাদিক ও তার দল। এই প্রজেক্ট থেকে পাওয়া তথ্য ও উপাত্ত নিয়ে পরবর্তীতে বাংলাদেশের বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে সেই কলোনীগুলোর হুমকিসমূহকে কিভাবে কমিয়ে আনা যায়, পাখিগুলো কিভাবে নিরাপদে প্রজনন করতে পারে এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা যাবে। এই গবেষনাটি দুইবছর চলার পরে ইতোমধ্যে উক্ত জেলাসমূহে সাড়ে তিনশোর বেশী জলচর পাখির কলোনী শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং শীঘ্রই একটি রিপোর্ট ও বেশ কিছু গবেষনাপত্র প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। আমার সুযোগ হয়েছিলো এই গবেষনার আওতায় বেশ কয়েকটি জেলায় তথ্য সংগ্রহের কাজে অংশ নেয়ার। একটি বক কলোনির গাছে দাঁড়িয়ে পুরুষ বড় বক তার বাহারী পালক প্রদর্শন করছে
জলচর পাখির প্রজনন কলোনী সংরক্ষণ প্রজেক্ট Read More »