বাংলাদেশের উত্তরের চারটি বিভাগের ২৪টি জেলায় জলচর পাখির প্রজনন কলোনী খুজে বের করে সেগুলো থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে, এলাকাবাসীদের সাথে কথা বলে এবং কলোনীগুলোর বর্তমান অবস্থা ও হূমকিসমূহ খুজে বের করার জন্য কাজ করছেন বাংলাদেশের একজন উদ্যোমী পক্ষিবিশারদ আল্লামা শিবলী সাদিক ও তার দল। এই প্রজেক্ট থেকে পাওয়া তথ্য ও উপাত্ত নিয়ে পরবর্তীতে বাংলাদেশের বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে সেই কলোনীগুলোর হুমকিসমূহকে কিভাবে কমিয়ে আনা যায়, পাখিগুলো কিভাবে নিরাপদে প্রজনন করতে পারে এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা যাবে। এই গবেষনাটি দুইবছর চলার পরে ইতোমধ্যে উক্ত জেলাসমূহে সাড়ে তিনশোর বেশী জলচর পাখির কলোনী শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং শীঘ্রই একটি রিপোর্ট ও বেশ কিছু গবেষনাপত্র প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।
আমার সুযোগ হয়েছিলো এই গবেষনার আওতায় বেশ কয়েকটি জেলায় তথ্য সংগ্রহের কাজে অংশ নেয়ার।