শেরপুর জেলার ঝিনাইগাতি থানার এক বিলে পাওয়া গেছে বেশ কিছু Great Myna. এই পাখির প্রজাতিটিকে বাংলাদেশে এর আগে মাত্র হাতেগোনা কয়েকবার পাওয়া গিয়েছে। তবে এই স্থানে পাখিটির উপস্থিতি বেশ ভালো সংখ্যায় পাওয়া গিয়েছে। ঝাঁকে বেশ কিছু বাচ্চা পাখিরও দেখা মিলেছে, ফলে প্রশ্ন উঠছে পাখিটি কি এই স্থানে প্রজনন ও বাচ্চা তুলে আসছিলো? এই প্রথম পাওয়া গেল?