Garo Hills of Sherpur

এক নজরে

হটস্পটের ধরন

ইকো পার্ক

ঢাকা থেকে দুরত্ব

২১০ কিঃমিঃ

নিকটতম শহর

শেরপুর জেলা

নিকটতম স্ট্যান্ড/স্টেশান
শেরপুর সদর

আয়তন

৩০০ হেক্টর

প্রধান প্রতিবেশ

মিশ্র পত্রঝরা বড়পাতার বন

ভ্রমণের সেরা সময়

শীতকাল, গ্রীষ্মকাল

উল্লেখযোগ্য পাখি

ঢাকার মহাখালি বাস টার্মিনাল থেকে সরাসরি শেরপুর জেলার বাস পেয়ে যাবেন। খুব বিলাশবহুল বাস এই র‍্যুটে নেই। সাদিকা, সোনার বাংলা, জাবির ইত্যাদি বাসে চড়ে আপনাকে প্রায় ৫ ঘন্টা পরে নামিয়ে দেবে শেরপুর জেলা সদরে। জেলা সদরের খোয়ার পাড়/শাপলা চত্বর নামক স্থান থেকে পেয়ে যাবেন সিএনজি। গজনি অবকাশ কেন্দ্রে যেতে চাইলে ঝিনাইগাতি অভিমূখী সিএনজি এবং মধুটিলা ইকো পার্ক যেতে চাইলে নালিতাবাড়ি অভিমুখে সিএনজিতে চড়ে বসতে হবে। রিজার্ভ নেয়া যেতে পারে দরদাম করে, এক ঘন্টার মধ্যে পৌছে যাবেন স্পটে। টিকিট কেটে নিজে নিজেই সহজে ঘুরে দেখতে পারবেন এলাকাগুলো।

ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ট্রেনে, এরপরে সিএনজিতে শেরপুর এরপরে বাকিটা একই। 

শেরপুরের বনাঞ্চলে হাতির আনাগোনা রয়েছে তাই খোজখবর নিয়ে ঢুকতে হবে। ইকো-পার্ক এলাকার বাইরে বেশী ঘুরাঘুরি অনুচিত হবে, কারন সীমান্ত খুব বেশী ভেতরে নয়।  

Scroll to Top