Hazarikhil Wildlife Sanctuary – Chittagong

চট্বগ্রাম বিভাগের অন্যতম সমৃদ্ধ বন এটি। সহজেই পৌছনো যায় এবং সহজেই পাখির দেখা মেলে। বেশ বিরল কিছু পাখির দেখা সহজেই মেলে এই বনে।

চট্বগ্রাম জেলার হাটহাজারি উপজেলার অন্তর্গত বিবিরহাট বাজার থেকে সহজেই সিএনজি বা গাড়িতে করে পৌছনো যায় হাজারিখিল বন্যপ্রানী অভয়ারন্যে। টিকিট কেটে গাইড নিয়ে সহজেই সারাদিনে ঘুরে বেড়াতে পারেন অভয়ারণ্যের বেশ কয়েকটি ট্রেইল, চা-বাগান ইত্যাদি। রয়েছে পাবলিক টয়লেট, বাচ্চাদের খেলার যায়গা, গাড়ি পার্কিং সুবিধা এবং রাতে ক্যাম্পিং এর সুবিধা। পাশেই হাজারিখিল বাজার, ফলে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো।

এই বনে বনমুরগী জাতীয় ৫-৬ প্রজাতির পাখির দেখা মেলে একটু চেষ্টা করলেই, এছাড়া লাল-মাথা কুচকুচি, মেটে বুলবুল, নীলডানা হরবোলা, ৫ রকমের পেঙ্গা, বিভিন্ন দুর্লভ ছাতারে সহ নানা রকমের পাখির দেখা মেলে এই বনে ও বন সংলগ্ন স্থানে। বনের ভেতরে রয়েছে উপজাতীদের ছোট পুঞ্জি বা গ্রাম, সেখানে তাদের সংস্কৃতি সম্পর্কে ধারনা পাবেন। সারাদিনে ঘুরে সহজেই আবার শহরে ফিরে আসা যায় চাইলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top