বাংলাদেশের দামা ও কালোপাখি
Himalayan (Plain-backed) Thrush (Zoothera salimalii) সালিম আলীর দামা এই পরিযায়ী বিরল দামাটিকে ঢাকার সাভারে পাওয়া গেছিলো আশ্চর্যজনকভাবে। এখনো দেখা পাইনি। Dark-sided Thrush (Zoothera marginata) কাল-পাশ দামা বেশ বিরল এই দামাটি খুব অন্ধকার যায়গা পছন্দ করে। পার্বত্য চট্বগ্রাম বিভাগের পাহাড়ি বনগুলোতে সাধারনত মাঝেমধ্যে দেখা যায়। তবে সুখের কথা হল বিগত প্রায় প্রতি মৌসুমেই এর দেখা মিলেছে একবার হলেও। দেখা পাইনি এখনো Long-billed Thrush (Zoothera monticola) লম্বা-ঠোট দামা লম্বা ঠোটবিশিষ্ঠ এই দামাটি খুবই লাজুক। সিলেট ও চট্বগ্রাম বিভাগের বিভিন্ন বনে কয়েকবার দেখা গেছে একে। এও অন্ধকার বনের ঝোপের মধ্যে মাটিতে খাবার খুজে খায়। এখনো অদেখা Scaly Thrush (Zoothera dauma) আশটে দামা সারাগায়ে মাছের আঁশের মত পালকের ডিজাইন হওয়ায় এর এমন নাম। এর আরেক নাম রঙ্গিলা দামা, দেখতে বড়ই সুন্দর। ঢাকা শহরের পার্ক মত এলাকায় সহ গাজীপুর, রাজশাহী, পিরোজপুর, শেরপুর এলাকায় একে দেখা গেছে। পত্রঝরা গাছপালাময় যায়গা এর পছন্দ। একে খুজলে সারাদেশের অনেক স্থানেই খুজে পাওয়া যাবে আশা করি। সিলেট ও চট্বগ্রাম বিভাগের বনাঞ্চলে তো রয়েছেই। এই অনিন্দ্য সুন্দর পরিযায়ী পাখিটির প্রথম ছবি তুলেছিলাম ঢাকার সাভারে, এরপরে মিরপুরে। আঁশটে দামা, ঢাকা Purple Cochoa (Cochoa purpurea) বেগুুনী কোচোয়া এই পাখিটি বাংলাদেশে মাত্র কয়েকবার দেখা গেছে। প্রথমবার ঢাকা শহরের কুর্মিটোলা গলফ ক্লাবের মধ্যে এক গাছে দুদিন দেখা পাওয়া গেছিলো, সে কয়েক দশক আগের কথা। পরবর্তীতে বান্দরবনে দেখা পাবার দাবী রয়েছে, সেও এক দশক হতে চললো। অতি বিরল Orange-headed Thrush (Geokichla citrina) কমলা দামা আমাদের দেশের বেশ সুলভ আবাসিক এই দামাটিকে সারাদেশেই পাওয়া যায়। একটু গাছপালা বিশিষ্ট যায়গায় বসবাস করে। গানের গলা বেশ সুন্দর। এর প্রথম ছবি তুলেছিলাম সাতক্ষীরা থেকে। দেশে এখনো দেখা পাইনি। Grey-winged Blackbird (Turdus boulboul) ধুসর-ডানা কালোপাখি বাংলাদেশে কালোপাখি নামের তিনটি প্রজাতি রয়েছে তবে এরা আদতে দামা। এই দামাটিকে বাংলাদেশে বেশ কয়েকবারই দেখা গেছে, মাঝে প্রায় একদশক কেউ পায়নি, সম্প্রতি সাতছড়ি জাতীয় উদ্যানে, ঠাকুরগাঁও এ এবং রাজশাহীতে দেখা গেছে বেশ কয়েকদিন। Tickell’s Thrush (Turdus unicolor) টিকেলের দামা সুলভ এই পরিযায়ী দামাটিকে শীতে দেশের অনেক যায়গাতেই দেখা যায়। তার মধ্যে সিলেট ও চট্বগ্রাম বিভাগের বিভিন্ন বনে, সুন্দরবনে, ঢাকার কয়েকটি পার্কে এবং পত্রঝরা বনে উল্লেখযোগ্য। এর প্রথম ছবি তুলেছিলাম ঢাকার রমনা পার্কে। Black-breasted Thrush (Turdus dissimilis) কালো-বুুক দামা এই দামাটিও পরিযায়ী, দেশের সিলেট ও চট্বগ্রামের বন ছাড়াও একে রাজশাহী, শেরপুর, ঢাকা সহ দেশী পত্রঝরা গাছপালা আছে এমন বুন পরিবেশে দেখতে পাওয়া যায় বা গিয়েছে। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে আলাদা। এর প্রথম ছবি তুলেছিলাম হবিগঞ্জের সাতছড়ি বন থেকে। Eyebrowed Thrush (Turdus obscurus) ভ্রুলেখা দামা বেশ দুর্লভ এই দামাটি আমাদের দেশে পান্থ পরিযায়ি বলে ধারনা করা হয়। কারন একে একটানা কয়েকদিন এক যায়গায় কখনোই পাওয়া যায়নি। ঢাকার ও আশেপাশের বিভিন্ন গাছপালাবিশিষ্ঠ যায়গায় একে কয়েকবার দেখা গেছে। এছাড়া সাতছড়ি বনে একে মাঝেমধ্যে দেখা যায়। অল্পের জন্য বেশ কয়েকবার একে দেখার সুযোগ মিস করেছি। Tibetan Blackbird (Turdus maximus) তিব্বতের কালো-পাখি এই কালোপাখিটিকে বাংলাদেশের পাখির তালিকায় স্থান দেয়া হয়েছে, দেখা পাওয়া গেছিলো সে অনেকদিন আগের কথা। White-collared Blackbird (Turdus albocinctus) সাদা-কন্ঠী কালো-পাখি এই কালো পাখিটিও এদেশের অতি বিরল পরিযায়ী দামা। সাতছড়ি বনে পাওয়া গেছিলো প্রায় এক দশক আগে, এরপরে গত মৌসুমে রংপুর সদরের এক কলেজ প্রাঙ্গনে শিমুল গাছে দেখা গেছিলো একে দুইদিন। এছাড়া এর পুরাতন সাইটিং আছে বেশ কিছু। Black-throated Thrush (Turdus atrogularis) কালো-গলা দামা Rufous-throated Thrush দুইভাগ হয়ে হওয়া দুটি প্রজাতির প্রথমটি এটি। দেশে বিভিন্ন এলাকায় একে দেখা গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ঠাকুরগাঁও এ কয়েকবার, কুষ্টিয়াইয় একবার, ঢাকার কয়েকবার ইত্যাদি। এর ছবি তুলেছিলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর ধারে এক জংলামত যায়গায়। বেশ কয়েকদিন ধরে সে এখানে ছিলো। Red-throated Thrush (Turdus ruficollis) লালচে-গলা দামা দ্বিতীয় আলাদা হওয়া প্রজাতিটি হল এটি। এর বিচরণক্ষেত্র সাধারনত একটু খোলা প্রান্তরে, ক্ষেতখামারের ধার ঘেষে। পঞ্চগড়ে এরকম পরিবেশে কয়েকবার একে দেখা গেছে আর চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খোলা চরে সর্বশেষ আমরা কয়েকজন একে দেখেছিলাম। এছাড়া বান্দরবন থেকে একটি সাইটিং রয়েছে। Dusky Thrush (Turdus eunomus) কালচে দামা এই দামাটিও বেশ বিরল আমাদের দেশে। কয়েক দশক আগে কক্সবাজারের এক দ্বীপ এলাকায় ঝাউবনের মধ্যে একটিকে দেখা গেছিলো। তার আশেপাশেই সম্প্রতি আরেকবার দেখা গেছে। এই দামাটি সম্ভবত উপকূলীয় বন পছন্দ করে, হয়তো নিয়মিত আসে কিন্তু সেদিকে বার্ডাররা কম যায় বলে চোখে পড়েনা।
বাংলাদেশের দামা ও কালোপাখি Read More »