বাংলাদেশের ফুলঝুরী
বাংলাদেশে মোট ০৮ প্রজাতির ফুলঝুরির দেখা মিলেছে মোটা-ঠোট ফুলঝুরী Thick-billed Flowerpecker Dicaeum agile আমাদের দেশের শীতের পরিযায়ী এই প্রজাতির ফুলঝুরিটি বেশ দুর্লভ। সিলেট ও চট্রগ্রামের বনে গরমকালে ও শীতের শুরুতে সাধারনত এর দেখা মেলে। এর ঠোট মোটা এবং চোখ লালচে। এখনো এর দেখা পাইনি। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে কমই দেখা মেলে এখনো দেখা পাইনি হলদে-তলা ফুলঝুরী Yellow-vented Flowerpecker Dicaeum chrysorrheum আমাদের দেশের আবাসিক পাখি হলুদ রঙের এই ফুলঝুরি পাখিটি কেও বাংলাদেশের পুর্বাঞ্চলের বনগুলোতে পাওয়া যায়। এর দেহের উপরিভাগ ও তলা এলাকা গাড় হলুদ হয় এবং সাদা বুকে লম্বা ডোরা দাগ থাকে। এছাড়া এর চোখগুলো গাড় লাল। মৌলভিবাজারের এক বনে একে পরিস্কারভাবে দেখেছি তবে ভালো ছবি নিতে পারিনি। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে মাঝেমাঝে দেখা মেলে এখনো দেখা পাইনি হলদে-পেট ফুলঝুরী Yellow-bellied Flowerpecker Dicaeum melanozanthum আমাদের দেশের শীতের পরিযায়ী বাংলাদেশে এই প্রজাতির ফুলঝুরিটি বেশ বিরল, সম্ভবত পরিযায়ী। দেশে কয়েকবার দেখা পাওয়া গেছে চট্বগ্রাম বিভাগের গহীন বনে, সাম্প্রতিক সময়ে কোন খবর নেই। প্রথম পাওয়া গেছিলো সম্ভবত বান্দরবনের সাঙ্গু-মাতামুহুরী বন থেকে এক দশকেরও বেশি আগে। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে খুব কম দেখা মেলে এখনো দেখা পাইনি কমলা-পেট ফুলঝুরী Orange-bellied Flowerpecker Dicaeum trigonostigma আমাদের দেশের আবাসিক পাখি গাড় কমলা রঙ এর পেটবিশিষ্ঠ এই পাখিটিকে বাংলাদেশে সুন্দরবনে সবচেয়ে সহজে দেখা মেলে। এছাড়া চট্বগ্রাম বিভাগের বনাঞ্চলে মাঝেমধ্যে দেখা যায়। এর দেখা পেয়েছিলাম সুন্দরবন থেকে প্রথম। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে মাঝেমাঝে দেখা মেলে কমলা-পেট ফুলঝুরি, সুন্দরবন মেটে-ঠোট ফুলঝুরী Pale-billed Flowerpecker Dicaeum erythrorhynchos আমাদের দেশের আবাসিক পাখি বাংলাদেশের সর্বত্র পাওয়া যাওয়া এই পাখিটির খ্যাতি বাংলাদেশের সবচেয়ে ছোট পাখি হিসেবে। এর প্রথম ছবি তুলি ঢাকার সাভার থেকে। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে সহজে দেখা মেলে মেটে-ঠোট ফুলঝুরি, সাতক্ষীরা পাখিটির ডাক শুনুন নিরল ফুলঝুরী Plain Flowerpecker Dicaeum minullum আমাদের দেশের আবাসিক পাখি কালচে ঠোটবিশিষ্ঠ এই পাখিটিকে মূলত চট্বগ্রামের পাহাড়ি বনাঞ্চলে দেখা যায় এবং সাম্প্রতিক সময়ে শেরপুরের গারো পাহাড়ে বেশ কয়েকবার দেখা গেছে। এছাড়া পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় দাতরাঙা গাছেও কয়েকবার দেখা গেছে। এখনো দেখা পাইনি। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে মাঝেমাঝে দেখা মেলে এখনো দেখা পাইনি সিঁদুরে-পিঠ ফুলঝুরী Scarlet-backed Flowerpecker Dicaeum cruentatum আমাদের দেশের আবাসিক পাখি অত্যন্ত সুন্দর এই পাখিটির প্রথম ছবি তুলি সাতক্ষীরা জেলার কাছে সুন্দরবন থেকে। কালো ডানার পাখিটির পুরো পিঠ ও মাথার উপরিভাগ গাড় লাল রঙ এর হয় সেখান থেকেই এর এমন নাম। স্ত্রী পাখি দেখতে আলাদা। একে সারাদেশের বনাঞ্চল ও ঘন গাছপালা সমৃদ্ধ এলাকায় বেশ সহজেই পাওয়া যায়। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে সহজে দেখা মেলে সিঁদুরে-পিঠ ফুলঝুরী, খুলনা পাখিটির ডাক শুনুন আগুন-বুক ফুলঝুরী Fire-breasted Flowerpecker Dicaeum ignipectus আমাদের দেশের শীতের পরিযায়ী এই বিরল ফুলঝুরিটিকে আমাদের দেশে মাত্র হাতেগোনা কয়েকবার দেখা গেছে। সিলেট বিভাগের বন থেকে এর প্রয়াত তানিয়া খান ছবি তুলেছিলেন এর, এছাড়া চট্বগ্রামের উচু পাহাড়ি বনে দেখা পাওয়া গেছে এর। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে খুব কম দেখা মেলে এখনো দেখা পাইনি
বাংলাদেশের ফুলঝুরী Read More »