বাংলাদেশের হুদহুদ

বাংলাদেশে একটি মাত্র প্রজাতির হুদহুদ পাওয়া যায় পাতি হুদহুদ Eurasian Hoopoe Upupa epops আমাদের দেশের আবাসিক পাখি শীতের পরিযায়ী গ্রীষ্মের পরিযায়ী অনিয়মিত পাখি আল কুরআনে বর্ণিত হয়েছে এই পাখির নাম, হযরত সুলাইমান আঃ এর ঘটনা বর্ণনা করতে গিয়ে। অত্যন্ত সুন্দর এই পাখিটি ইউরোপ থেকে এশিয়ার বিস্তীর্ন অঞ্চল জুড়ে পাওয়া যায়, আমাদের দেশের শীতের পরিযায়ী। খোলা-প্রান্তরে মাটিতে খাবার খুটে খায়, বিশেষ করে ছোট গুবরে পোকা ও অন্যান্য পোকামাকড়। মাঝেমধ্যে মাথার ঝুঁটিটিকে ফুলিয়ে তোলে, রোদ পড়লে খুব সুন্দর লাগে। এছাড়া লম্বা ঠোঁটে খাবার ধরে ঠিকমত গিলে ফেলার সুবিধার্থে টস করে সুবিধাজনক অবস্থানে আনে। যা দেখতে খুব মোহনীয়। এর প্রথম দেখা পেয়েছিলাম ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জে। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে মাঝেমাঝে দেখা মেলে হুদহুদ, ঢাকা

বাংলাদেশের হুদহুদ Read More »