বাংলাদেশের নল ফুটকি

1. Thick-billed Warbler (Arundinax aedon) মোটা-ঠোট ফুটকিঃ আমাদের দেশের সকল নল-ফুটকিই পরিযায়ী। খুব সুন্দর দেখতে এই ফুটকিটিকে সারাদেশেই নলবন ও লম্বা-ঘাস বিশিষ্ট এলাকায় পাওয়া যায়। এর চোখের উপরে কোন সুপারসিলিয়াম নেই, ঠোট বেশ মোটা, সারাদেহ বাদামী, গলার কাছটা একটু সাদা। এর প্রথম দেখা পেয়েছিলাম ঢাকার কেরানিগঞ্জে। 2. Booted Warbler (Iduna caligata) বুটপা ফুটকিঃ আমাদের দেশের এক বিরল ফুটকি। দেহের রঙ বেশ ফ্যাকাসে, চোখের উপরে সুপারসিলিয়াম চোখের পেছনেই শেষ হয়েছে, এর পায়ের রঙ লালচে, পায়ের পাতা কালচে ও মোটা। খাবারের সন্ধানে নল ও ঝোপের নিচের দিকেই থাকতে পছন্দ করে এবং মাঝেমধ্যে মাটিতে নেমে আসে। এর প্রথম ছবি তুলেছিলাম ঢাকার কেরানীগঞ্জে। 3. Sykes’s Warbler (Iduna rama) সাইক্সের ফুটকিঃ বুটপা ফুটকির নিকটাত্বীয় এই পাখিটি আমাদের দেশে মাত্র কয়েকবার দেখা গেছে। একে হাতে ধরে পরিমাপ নিয়ে ছাড়া শুধু দেখে বাঁ ছবি তুলে আইডি করা বেশ কঠিন। এও দেখতে ফ্যাকাসে বাদামি রঙের, নিচের ঠোট ফ্যাকাসে, চোখের উপরের সুপারসিলিয়াম লম্বা এবং শুকনো এলাকার কাটাযুক্ত বৃক্ষ পছন্দ করে। খোলা যায়গায় বের হয় কম। এর দেখা এখনো পাইনি! 4. Black-browed Reed Warbler (Acrocephalus bistrigiceps) কালো-ভ্রু নল ফুটকিঃ এই ফুটকিটিকে বাংলাদেশের বেশ কিছু যায়গায় পাওয়া যায়, খুব সুলভ নয়। বেশি পাওয়া যায় সিলেট বিভাগের হাওড় অঞ্চলে। এছাড়া শেরপুর, ঢাকা, রাজশাহীতে দেখা গেছে। এর চোখের উপরে কালো ভ্রুর মত দাগ রয়েছে যার জন্য এর এমন নাম। প্রথম ছবি তুলেছিলাম শেরপুরের এক বিল থেকে। 5. Paddyfield Warbler (Acrocephalus agricola) ধানী ফুটকিঃ গাড় বাদামী রঙ এর এই ফুটকিটি একটু কম পাওয়া যায়, তবে সারাদেশেই এদের দেখা যায়। চোখের উপরের সুপারসিলিয়াম বেশ উজ্জ্বল এবং লম্বা, এবন তার ঠিক উপরে কালচে ভাব লক্ষ্য করা যায়। মাঝেমধ্যে উত্তেজিত হলে মাথার উপরের পালক উচু করে তোলে ঝুঁটির মত করে। এর প্রথম দেখা পেয়েছিলাম ঢাকার বসিলা এলাকা থেকে। 6. Blyth’s Reed Warbler (Acrocephalus dumetorum) ব্লাইদের নল ফুটকিঃ এই নল ফুটকিটি বেশ সুলভ। সারাদেশেই পাওয়া যায় নলবন ও লম্বা ঘাস এলাকা থেকে। হালকা বাদামী রঙ এর, এর সাথে ধানী ফুটকির সাদৃশ্য রয়েছে তবে চোখের উপরে সুপারসিলিয়াম অত লম্বা না, আর তার উপরে কালচে ভাবটা অনুপস্থিত। এর প্রথম ছবি তুলেছিলাম ঢাকার মিরপুর থেকে। 7. Large-billed Reed Warbler (Acrocephalus orinus) বড়-ঠোট নল ফুটকিঃ এই ফুটকিটি আমাদের দেশে বেশ দুর্লভ। তাছাড়া দেখতে বাঁচাল নলফুটকির খুব কাছাকাছি, সামান্য কিছু পালকের ও ঠোটের দৈর্ঘে কমবেশি রয়েছে যা হাতে ধরে মাপ না দিয়ে নির্ধারন করা খুব কঠিন। আমাদের দেশে সিলেট বিভাগের বিভিন্ন রিংগিং ক্যাম্পে কয়েকবার এই নল ফুটকি ধরা পড়েছিলো, তখন জানা গেছে আমাদের দেশে এদের উপস্থিতি। এছাড়া সুন্দরবনে পাওয়া যাবার একটি সাম্প্রতি দাবি রয়েছে। 8. Oriental Reed Warbler (Acrocephalus orientalis) উদয়ী নল ফুটকিঃ এই প্রজাতির পাখিটিও দেখতে বাঁচাল নলফুটকির মতই তবে সামান্য কিছু পার্থক্য রয়েছে যা না মেপে নির্ধারন করা কঠিন। সিলেট বিভাগের হাওড় অঞ্চলে অনুষ্ঠিত রিংগিং ক্যম্পে ধরা পড়ায় এর উপস্থিতি টের পাওয়া গেছে আমাদের দেশে। 9. Clamorous Reed Warbler (Acrocephalus stentoreus) বাচাল নল ফুটকিঃ বেশ বড় আকারের এবং বড় ঠোট, শক্তিশালি পা বিশিষ্ট এই নলফুটকিটি সারাদেশেই বেশ সুলভ। জলাশয়ের আশেপাশে জন্মানো নলবন এবং লম্বা ঘাসের বনে এর দেখা মেলে। খুব ডাকাডাকি করে বলে এর নাম এমন হয়েছে। এর প্রথম দেখা পেয়েছিলাম ঢাকার কাছে বসিলা এলাকা থেকে।

বাংলাদেশের নল ফুটকি Read More »