বাংলাদেশের ফটিকজল
Common Iora (Aegithina tiphia) ফটিকজল বাংলাদেশে একটি মাত্র ফটিকজল দেখা যায় তা হল এটি। সারাদেশেই খুব সহজে এদের দেখা মেলে। এদের ডাক বেশ পরিচিত, সহজেই শুনে এর উপস্থিতি আপনি টের পাবেন। কাল ও হলুদের মিশেলে এদের বড়ই সুন্দর লাগে। প্রথম ছবি তুলেছিলাম সাতক্ষীরা থেকে।