বাংলাদেশের ফিঞ্চ
বাংলাদেশে একটিমাত্র প্রজাতির তুতি/ফিঞ্চ পাওয়া যায় পাতি তুতি Common Rosefinch Carpodacus erythrinus আমাদের দেশের শীতের পরিযায়ী বাংলাদেশে একমাত্র পাওয়া যাওয়া ফিঞ্চ হচ্ছে Common Rosefinch. এর বাংলা নামগুলোর মধ্যে আছে / গুলাবি তুতি / লাল গিরি / লাল বাঘেরি। এরা পরিযায়ী, ইউরোপ থেকে এশিয়ার বিস্তীর্ন অঞ্চল জুড়ে পাওয়া যায়। বাংলাদেশে সাধারনত এদের দেখা মেলে উত্তর-পুর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি বন ও সমতল/পাহাড়ি ঘাসবন এলাকায়। একলা জোড়ায় জোড়ায় বা দলবদ্ধ অবস্থায় পাওয়া যেতে পারে, বাবুই বাঁ বান্টিং/চটকদের সাথেও ঝাঁক বাধতে দেখা যায়। শীতের সময় বাঁ আগে-পরে এদেরকে দেশের অন্যান্য অঞ্চলেও কালে-ভদ্রে দেখা যায়। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চট্বগ্রাম ও সিলেট বিভাগের বাইরে বরিশাল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ঢাকা ও মানিকগঞ্জে দেখা গেছে। পুরুষ পাখিগুলো প্রজনন ঋতুতে টকটকে লাল রঙ ধারন করে, খুব সুন্দর দেখতে হয় তখন। আর স্ত্রী পাখিগুলো সাধারনত সবুজাভ বাদামী রঙের হয়। এই পাখিটিকে আমি দুবার দেখেছি। প্রথমবার একটি স্ত্রী পাখির দেখা পাই মানিকগঞ্জের হরিরামপুরের একটি বিলে বাবুই পাখির ঝাঁকে। আরেকবার মৌলভিবাজারের এক চা-বাগান সংলগ্ন ঘাসবনে একজোড়া পাখি দেখি তবে ছবি তুলতে পারিনি। বিশ্বে ন্যুনতম বিপদগ্রস্থ এদেশে কমই দেখা মেলে গোলাপী তুতি (স্ত্রী), মানিকগঞ্জ